বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের ‘পাখি মাছ’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের একটি ‘পাখি মাছ’। বুধবার (০২রা অক্টোবর) সকালে মাছটি আবুল কাশেম (৫২) নামে এক জেলে পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সোহেল নামে এক মাছ ব্যবসায়ী মাছটি সাড়ে ৩ হাজার টাকায় কিনে নেন।

এর আগে, শনিবার আবুল কাশেম মাঝি ২১ জেলেসহ মায়ের দোয়া নামে একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে এ মাছটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী সোহেল বলেন, পাখি মাছগুলো সচরাচর তেমন একটা পাওনা যায় না। তবে মার্কেটে এসব মাছের চাহিদা কম থাকায় তেমন একটা দাম ওঠে না। তাই ৩০ কেজি ওজনের এই মাছটি নিলামে সাড়ে ৩ হাজার টাকায় কিনেছি।

আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা

জেলে আবুল কাশেম বলেন, আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ কিছুটা কমে গেছে। আগে এই মাছ বেশি ধরা পড়তো। তবে এখন বেশি একটা পাওয়া যায় না। এ মাছগুলোর দাম তুলনামূলক সব সময়ই মার্কেটে কম থাকে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা গণমাধ্যমকে বলেন, পাখি মাছ গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো কুলে আসে না। এ কারণে সমুদ্রে এই মাছগুলো কম ধরা পড়ে। আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি না। আশা করছি, আরো বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবেন।

এসি/কেবি

‘পাখি মাছ’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন