ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শেভরন বিশেষায়িত হাসপাতালের দুটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ফার্মেসী দুটিকে ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১লা অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা পাঁচলাইশ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুই কর্মকর্তা।
ওআ/কেবি