সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

লেখাপড়ার জন্য বিক্রি করা বাড়ি অফিসার হয়ে বাবা-মাকে কিনে দিলো ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতিনিয়ত বাবা-মায়েরা সন্তানের জন্য বিসর্জন দিয়েই থাকেন। ছেলে-মেয়েদের ভবিষ্যতের জন্য বাবা-মায়েরা কত কিছুই না করে। তবে তার অল্পই ফিরিয়ে দিতে পারে সন্তানেরা। আবার অনেকে বাবা-মায়ের বিসর্জনকে ভুলেও যায়!

এদিক থেকে খুব বেশি পারুক আর না পারুক বাবা-মায়ের বিসর্জনের কথা মাথায় রেখে কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করেছেন ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জ এর বাসিন্দা প্রদীপ সিং। চাকরি পেয়ে তিনি বাবা-মায়ের বিক্রি করা বাড়িটি পুনরায় কিনে দিয়েছেন। যা তারা প্রদীপের পড়ালেখার খরচ চালাতে বিক্রি করেছিলেন একসময়।

প্রদীপ সিং পড়াশুনায় মেধাবী হলেও কোচিং ফি দেওয়ার মতো টাকা তার বাবার কাছে ছিল না। তার বাবা, একটি পেট্রোল পাম্পে কাজ করতেন। ছেলের পড়াশুনার জন্য তাকে তার বাড়ি বিক্রি করতে হয়েছিল। কিন্তু নিজের জেদে আর বাবার স্বপ্ন পূরণ করতে মাত্র ২৩ বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২০ সালে একজন আইএএস অফিসার হয়েছেন। প্রদীপের পড়াশোনার জন্য বাবাকে বাড়ি বিক্রি করতে হয়েছিল। তবে এই পথ খুব একটা মসৃণ ছিল না। 

আরও পড়ুন: হজে গিয়ে ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান

ছোটো থেকেই দারুণ মেধাবী ছেলে প্রদীপ, পড়াশুনার প্রতি অসম্ভব আগ্রহ। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থা। চলতি বছরই জুন মাসে ইউপিএসসি পরীক্ষার জন্য দিল্লি গিয়েছিল প্রদীপ। যার জন্য বাড়ি বিক্রি করতে হয়েছিল তার বাবাকে। নিজেদের আর্থিক অবস্থা ভাল না থাকলেও ছেলেকে কখনো কোনো রকম অসুবিধায় পড়তে দেননি তিনি। 

ছেলের উচ্চশিক্ষায় যাতে কোনো বাধা না আসে সমস্ত রকম চেষ্টা করে গিয়েছেন বাবা। তার বাবা-মার অফুরন্ত প্রার্থনা এবং ভালোবাসা এবং প্রদীপের এই কঠোর পরিশ্রম আজ তার এই সাফল্যের কারণ। 

সূত্র: বেঙ্গলি এক্সপ্রেস

এসকে/  আই.কে.জে

ভারত লেখাপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন