বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের মেয়েদের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঘরের মাটিতে আরো এক ইতিহাস গড়লেন ভারতীয় নারী ক্রিকেটররা। প্রথম বারের মতো অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতল তারা। কয়েক দিন আগেই রানের হিসাবে টেস্টের সবচেয়ে বড় জয়ের কীর্তি গড়ে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারতীয় নারী ক্রিকেট দল।  

একমাত্র টেস্টে মুম্বাইয়ের ওয়াংখেড স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।  এর আগে গেল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী অস্ট্রেলিয়ার। প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২১৯ রান তোলেন সফরকারীরা।

আরো পড়ুন: টাইম আউটের শঙ্কায় প্যাড ছাড়াই ব্যাটিংয়ে ব্যাটার

এরপর স্বাগতিক ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৪০৬ তোলে। দ্বিতীয় ইনিংসে সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৬১ রানে গুটিয়ে যান অস্ট্রেলিয়ার মেয়েরা। ফলে ৭৫ রানের লক্ষ্য পান স্বাগতিকরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নেয় হারমানপ্রীত দল।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয় ভারতীয় অলরাউন্ডার স্নেহ রানা। এর আগে ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে সাদা পোশাকে খেলতে নামে ভারত। এই সিরিজের আগ পর্যন্ত দশটি টেস্ট ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

সেসব ম্যাচে অস্ট্রেলিয়ার মেয়েদের জয় চারটি ম্যাচে এবং বাকি ৬ ম্যাচ ড্র হয়। ১১তম ম্যাচে এসে প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার মেয়েদের হারাতে সক্ষম হন ভারতের মেয়েরা।

এসি/

ভারত অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন