সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

কমেছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর রাতারাতি দেশের বাজারে একলাফে পেঁয়াজের দাম প্রায় ডাবল হয়ে যায়। সংকট না থাকলেও অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। তবে বাজারে আসতে শুরু করেছে দেশীয় মুুড়িকাটা  নতুন পেঁয়াজ। দাম তুলনামূলক কিছুটা কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন নতুন পেঁয়াজের দিকেই। ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন দেশি পুরাতন ও ভারতীয় পেঁয়াজ মজুতকারীরা। কেজিতে দেশি ও ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৮০ পর্যন্ত টাকা কমেছে। 

আর বেশি দামে কিনে রাখায় বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে দেশি ও ভারতীয় পেঁয়াজ। এমনকি পঁচতেও শুরু করেছে অনেকের পেঁয়াজ।

বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) রাজধানীর ভাটারা, বাড্ডা-রামপুরা এলাকায় বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশি মুড়িকাটা  পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজিতে। এছাড়া ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি। দেশী পুরাতন পেঁয়াজ দোকানভেদে  বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। কারওরান বাজারে দেশি পুরান পেঁয়াজ ৫ কেজি ৬৭৫ টাকা বিক্রি হতে দেখা গেছে। গত ৪ দিন আগেও দেশি পেঁয়াজ ২২০ থেকে ২৪০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৯০  থেকে ২১০ টাকা বিক্রি হয়েছিলো। 

ভাটারা নতুনবাজার কাঁচাবাজারের  এক বিক্রেতা বলেন, মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে। ভারতীয় পেঁয়াজ ১৪০ টাকা ও দেশি পুরান পেঁয়াজ ১৬০ টাকা কেজি। হয়তো সামনে আরো দাম করবে। 

বাজারে আসা এক ক্রেতা বলেন, বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসায় দাম কিছুটা কমেছে। আমার মতো মধ্যবিত্ত-নিম্নবিত্তদের জন্য কিছুটা ভালো হয়েছে। তারপরও মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকা কেজি অনেক দাম। দেশি পেঁয়াজ ১৬০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৪০ টাকা বিক্রি হচ্ছে। 

ওআ/

পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন