বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম

কানাডায় গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান বাংলাদেশী রাসেল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

ছবি: রাসেল রুপক

কানাডা প্রবাসী রাসেল রুপক কানাডার আলবার্টার আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই পদে তিনিই প্রথম বাংলাদেশী। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট ভোটারদের প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।

আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মূলত কানাডা সরকার এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর মধ্যে ছাত্র-ছাত্রীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি, স্কলারশিপ, রিচার্স এবং ব্যবসারী অন্তর্ভুক্ত।

রাসেল রুপক আথাবাসকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে বোর্ড অফ গভর্নেন্স এ প্রতিনিধিত্ব করেন এবং সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির অধীনে প্রোগ্রাম রিভিউ কমিটিরও সদস্য। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ আথাবাচকা’র মাস্টার্স অফ সায়েন্স ইন ইনফর্মেশন সিস্টেম এ অধ্যয়নরত এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে থিসিস করছেন। এছাড়াও তিনি ক্যালগেরি ফিশ এন্ড গেম অ্যাসোসিয়েশনের ফান্ডরাইজিং এর চেয়ার হিসেবে দায়িত্বে আছেন।

মানবসেবার প্রত্যয়, অদম্য সাহস আর মনোবল নিয়ে ২০০২ সালে উন্নত শিক্ষার জন্য তিনি কানাডার নোভাস্কোশিয়া প্রদেশের কেপ ব্রিটন ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সে ভর্তি হন। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি প্রবাসী রাসেল রুপক কমিউনিটির বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে জড়িত। এছাড়াও তিনি বাংলাদেশ থেকে আগত নতুন আসা ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন।

কমিউনিটির অব্যাহত সেবার পাশাপাশি ভবিষ্যতে রাসেল রুপক নতুন আসা বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ চালু করতে চান। এক প্রশ্নের জবাবে তিনি মিডিয়াকে বললেন, ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব, প্রয়োজন শুধু মনোবলের। ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্য তিনি বললেন, জ্ঞান অর্জনের কোনও বিকল্প নেই, সেই সাথে মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার ও দেশের সেবায় এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন: পবিত্র হজ করতে সাড়ে ৮ হাজার কিলোমিটার পায়ে হেঁটে মক্কায় ভারতীয় যুবক

উল্লেখ্য, রাসেল রুপক বাংলাদেশের মাদারীপুরের চরমুগরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে কানাডার ক্যালগেরিতে বসবাসরত এবং এনার্জি সেক্টরে অয়েল এন্ড গ্যাস টেকনিক্যাল লিড হিসেবে কাজ করছেন।

এম এইচ ডি/ আইকেজে 

কানাডা গ্রাজুয়েট স্টুডেন্ট এসোসিয়েশন চেয়ারম্যান রাসেল রুপক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন