সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

কেজিতে ৪০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কয়েক মাস আগে বাজার অস্থির করা কাঁচা মরিচের দাম কমছে হুহু করে। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

শুক্রবার (২৪ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। পাইকারি পর্যায়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে কাঁচা মরিচের সরবরাহ বেড়েছে। চাহিদাও আগের মতো নেই। এতে কমতে শুরু করেছে দাম।  

এদিকে পাইকারি বাজারে দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি কাঁচা মরিচের দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

কারওয়ানবাজারের মরিচ বিক্রেতা সাইফুল বলেন, বাজারে কাঁচা মরিচের আমদানি বেশি। তাই দাম কমেছে। সরবরাহ ঠিক থাকলে দাম আরও কমতে পারে। 

খুচরা বিক্রেতারা জানান, পাইকারি পর্যায়ে দাম কমায়, খুচরা বাজারেও দাম কমতির দিকে। তবে বাজারে পর্যাপ্ত ক্রেতা নেই।

ক্রেতারা বলেন, কিছুদিন আগেও ঘাম ছুটিয়েছে মরিচের দাম। এখন দাম কমতে শুরু করেছে। কেজিতে ৩০-৪০ টাকা কমেছে।

উল্লেখ্য, গত কোরবানির ঈদের সময় সরবরাহ সংকটের অজুহাতে বেড়ে যায় কাঁচা মরিচের দাম। দাম পৌঁছায় ১ হাজার ২০০ টাকা। সে সময় দাম নিয়ন্ত্রণে ভারত থেকে মরিচ আমদানির অনুমতি দেয় সরকার।

এসকে/ 

কাঁচা মরিচ দাম কমেছে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন