সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

গেমিংয়ে ক্যারিয়ার গড়তে গেমস নিয়ে পড়ার সুযোগ লন্ডনে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

গেমিং শিল্প এবং গেমের প্রতি আগ্রহ বিশ্বে ধারাবাহিকভাবে বাড়ছে। এখন বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম বিনোদনশিল্পও এটি। ব্রিটিশ কাউন্সিলের তথ্য অনুযায়ী, গেমিংকে পেশা হিসেবে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য এখন লন্ডন। 

জানা যায়, ৩ কোটি ২০ লাখ গেমার আছে লন্ডনে। এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গেমিং শিল্পের দেশ। এ ছাড়া ২ হাজার ২০০টি গেমিং কোম্পানি আছে দেশটিতে।

এগুলোর মধ্যে অনেক কোম্পানিরই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এগুলোর মধ্য আছে রকস্টার নর্থ, ইউবিসফট রিফ্লেকশন এবং সুমো ডিজিটালের মতো বিশ্ব বিখ্যাত স্টুডিওগুলোর আবাসস্থল। লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলোতে গেমিংয়ের ওপর নানা বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম করায়। এসব কোর্সের পড়াশোনা শিক্ষার্থীদের গেমিংয়ের ওপর ক্যারিয়ার শুরু করতে সাহায্য করে। কোর্সগুলো হলো—

আরও পড়ুন: মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

অ্যানিমেশন এবং গেমিংয়ে প্রি-মাস্টার্স

অ্যানিমেশন এবং গেমিংয়ে প্রি-মাস্টার্স করার সুযোগ আছে। কোর্সটিতে সাধারণত কম্পিউটার গ্রাফিকস, অ্যানিমেশন, গেম ডিজাইনসহ গেমের ক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক ধারণা, দক্ষতা, জ্ঞান নিয়ে ধারণা দেওয়া হয়।

গেম ডিজাইন ইন এমএ

যারা গেম ডিজাইনে এমএ করতে চান, তাদের জন্য সুযোগ আছে পড়াশোনা করার। এ প্রোগ্রামে টুডি (2D) ডিজাইন, থ্রিডি (3D) মডেলিং, প্রযুক্তিগত শৈল্পিকতা, কোডিং, সাউন্ড, গল্প বলা, নকশাসহ ইত্যাদির মতো দক্ষতা শেখার সুযোগ থাকবে। শিল্পের প্রবণতা এবং উদীয়মান প্রযুক্তি সম্পর্কে আপডেট থাকার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রকল্পগুলোতে কাজ করার সুযোগ পান। ডিজাইনিং, প্রোটোটাইপিং ও গেমগুলোকে পরিমার্জন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের দক্ষতা কাজে লাগাতে পারেন।

এমএসসি ইন হাই পারফরম্যান্স গ্রাফিকস ও গেম ইঞ্জিনিয়ারিং

গেম ডেভেলপমেন্টের প্রযুক্তিগত দিকগুলোতে ফোকাস করে এই কোর্স তৈরি করা। এ কোর্সে হাই পারফরম্যান্স গ্রাফিকস ও গেম ইঞ্জিনিয়ারিংয়ে কৌশলগুলোর ধারণার ওপর জোর দেওয়া হয়েছে। এ কোর্সে শিক্ষার্থীদের অ্যালগরিদমের গভীর জ্ঞান, গেমের পারফরম্যান্স অপটিমাইজ করতে সক্ষম করে গড়ে তোলে।

এমএসসি কম্পিউটার গেমস ডেভেলপমেন্ট

কম্পিউটার গেমস ডেভেলপমেন্ট প্রক্রিয়ার ধারণা থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া বিস্তৃত বোঝার জন্যই এ কোর্স। কোর্সটিতে শিক্ষার্থীরা গেম ডিজাইন, প্রোগ্রামিং, আর্ট, অডিও এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর জ্ঞান অর্জন করবেন।

এমডিইএস (মাস্টার্স ইন ডিজাইন স্টাডিজ) ইন গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট

এ কোর্সে প্রযুক্তিগত দক্ষতার সঙ্গে সৃজনশীল ডিজাইনের নীতিগুলোকে একত্র করা নিয়ে পড়াশোনা করানো হবে। এটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত এবং পেশাগত দক্ষতা এবং ব্যবহারিক জ্ঞানের সঙ্গে অভিজ্ঞতা অর্জনের পথের দিশা দেবে।

সূত্র: এনডিটিভি

এসকে/ 


লন্ডন গেমিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন