বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

৬ ছক্কা থেকে ৬০০ উইকেট

চ্যাম্পিয়ন স্টুয়ার্ট ব্রডের আজই শেষ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ব্রডের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ দিন আজ - ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্ব তাঁকে যেভাবে চিনেছিল, যেকোনো বোলারের জন্য তা ভীষণ বিব্রতকর। ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিয়ারের অষ্টম ম্যাচটি খেলতে নেমে যুবরাজ সিংয়ের কাছে ছয় বলে ৬ ছক্কা হজম করেছিলেন স্টুয়ার্ট ব্রড। অনেকেই তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন তখন।

তবে ২১ বছর বয়সী ব্রডের ক্যারিয়ার সেখানেই শেষ হয়নি। আরও ১৬টি বছর সর্বোচ্চ স্তরের ক্রিকেটে সাফল্যের সঙ্গে টিকে থেকে শনিবার স্বেচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন। ব্রডের এই ঘোষণা এসেছে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি পেসার আর অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক হিসেবে। ওভাল টেস্টের তৃতীয় দিন শেষে ব্রডের অবসর ঘোষণার পর চারদিকে চলছে তাঁর কীর্তির বন্দনা। গ্লেন ম্যাকগ্রার চোখে ব্রড একজন ‘চ্যাম্পিয়ন’ খেলোয়াড়, আর মাইকেল ভনের চোখে পরবর্তী প্রজন্মের ‘রোল মডেল’।


স্টুয়ার্ট ব্রড - ছবি: সংগৃহীত

ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ইনিংসটি খেলে ফেলেছেন স্টুয়ার্ট ব্রড। চাইলেও আর কখনো আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাটিং দেখতে পাবেন না। আজকের পর আর কখনো আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতেও দেখতে পাবেন না তাকে। আজ ওভাল টেস্টের শেষ দিনে আন্তজার্তিক ক্রিকেট ক্যারিয়ারে শেষ বারের মতো বোলিং করতে নামবেন ব্রড। এরপরই বনে যাবেন সাবেক ক্রিকেটার।

ওয়ানডে ও টি-টোয়েন্টি অধ্যায়ের ইতি টেনেছেন অনেক আগেই। শুধু আভিজাত্যের টেস্ট ক্রিকেটটাই খেলে যাচ্ছিলেন। গত পরশু আচমকা এক ঘোষনায় নিজের টেস্ট অধ্যায়েরও ইতি টানার ঘোষনা দিয়েছেন। ক্রীড়াঙ্গনে আচমকা যে কোনো ঘোষনাই বিশেষ আকর্ষণ তৈরি করে। ব্রডের টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষনাটা আরো বেশি আলোচিত হচ্ছে। কারণ, আগের টেস্টেই ১৪৬ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ব্রড। ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে প্রবেশ করেছেন টেস্ট ক্রিকেটের ৬০০ উইকেট ক্লাবে। ইতিহাসের মাত্র দ্বিতীয় পেসার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। তার সঙ্গে ৬০০ উইকেটের ক্লাবে প্রবেশ করা অন্য পেসারও তারই সতীর্থ এবং জুটি সঙ্গী জেমস অ্যান্ডারসন।

তো দুজনে মিলে ইংল্যান্ডের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়ে আসছিলেন অত্যন্ত সাফল্যের সঙ্গে। কিন্তু ৩৭ বছর বয়সী ব্রড হুট করেই বিদায় বলে দেওয়ায় তার চেয়ে চার বছরের বড় অ্যান্ডারসন যেন একা হয়ে গেলেন! যে ঘোষনাটা দিতে পারতেন ৪১ বছর বয়সী অ্যান্ডারসন, সেই ঘোষণাটা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন ৩৭ বছর বয়সী ব্রড। চমকে দিয়েছেন অ্যান্ডারসনকেও। যদিও অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত  নেওয়ার আগে অ্যান্ডারসনের সঙ্গে আলোচনা করেছেন ব্রড।


স্টুয়ার্ট ব্রড - ছবি: সংগৃহীত

প্রশ্ন হলো, ব্রড কেন এভাবে আচমকা অবসরের ঘোষণা দিলেন? টেস্টের ৬০০ উইকেট ক্লাবে প্রবেশের পর তার নামের পাশে এখন উইকেট সংখ্যা ৬০২টি। অবশ্য গতকাল ওভাল টেস্টের চতুর্থ দিনের শেষ দিকে উইকেট নিয়ে থাকলে সংখ্যাটা আরো বাড়ার কথা। কাল উইকেট পাক না পাক, আর ১৮টি উইকেট পেলেই ভারতের অনিল কুম্বলেকে টপকে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির তালিকার ৪ নম্বরে উঠে যেতে পারতেন ব্রড। বল হাতে যে ছন্দে রয়েছেন, তাতে ১৮ উইকেট দ্রুতই তার অ্যাকাউন্টে জমা হতে পারত। কিন্তু ব্রড সেই লোভ না করে হুট করেই বিদায়ের ঘোষণা দিয়েছেন।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩১ জুলাই ২০২৩)

ব্রডের সিদ্ধান্তের প্রশংসায় মেতেছে পুরো ক্রিকেট দুনিয়া। বিশেষ করে বল হাতে ব্রড যাদের সবচেয়ে বেশি জ্বালিয়েছেন, সেই অস্ট্রেলিয়ানরা তার সাহসী এবং সময়োপযোগী সিদ্ধান্তে উচ্ছ্বসিত। ব্রডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররাও। সবাই মুখিয়ে আছেন সত্যিকারের চ্যাম্পিয়ন ব্রডকে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর।

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট দিয়ে শুরু হয়েছিল ব্রডের টেস্ট যাত্রা, ১৬ বছর পর তা থামছে আজ। দীর্ঘ এই সময়ে ব্রড খেলেছেন ১৬৭টি টেস্ট।

এম/


চ্যাম্পিয়ন স্টুয়ার্ট ব্রডে উইকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন