বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

ডলারের বিপরীতে রুবলের ২৫ শতাংশ দরপতন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

দরপতন হচ্ছে রাশিয়ার মুদ্রা রুবলের। চলতি বছর এ পর্যন্ত রুবলের দরপতন হয়েছে ২৫ শতাংশ। এতে দেশটির প্রেসিডেন্ট পুতিনের অনুসারীরা পর্যন্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন। গত ১৬ মাসের মধ্যে সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

নিউইয়র্ক টাইমসের সংবাদে বলা হয়েছে, দেশটির মুদ্রার এই দরপতনের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যোগ আছে। তবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার দর স্থিতিশীল রাখতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।

গত সপ্তাহের শুরুতে ১ ডলারের বিপরীতে ১০০ রুবল পর্যন্ত পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই দেশটিতে মূল্যস্ফীতির হার বাড়ছে। এই বাস্তবতায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের বাকি সময়ের জন্য বিদেশি মুদ্রা কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সংবাদে বলা হয়েছে, এতে রাশিয়ার মুদ্রাবাজারের অস্থিতিশীলতা কমবে। বিদেশি মুদ্রা কেনা হলে সাধারণত স্থানীয় মুদ্রার সরবরাহ বৃদ্ধি পায়, পরিণামে তার মান পড়ে যায়।

চলতি বছর বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়া এবং এর দাম বেঁধে দেওয়ার কারণে দেশটির তেল–রাজস্ব কমেছে। তবে গত বছর দেশটির আমদানি কমে যাওয়ার কারণে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২২১ বিলিয়ন বা ২২ হাজার ১০০ কোটি ডলারে। এ ছাড়া গত জুন মাসে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের কারণে দেশটির অনেক মানুষ বিদেশি হিসাবে অর্থ স্থানান্তর করেছেন-এসব কারণে রুবলের দরপতন হচ্ছে বলে নিউইয়র্ক টাইমসের সংবাদে বলা হয়েছে।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এক কর্মকর্তা আলেক্সান্দ্রা প্রোকোপেংকো নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘রুবলের বিনিময় হার পরিস্থিতির একটি সূচক মাত্র।’ তাঁর মতে, মুদ্রার বিনিময় হার দিয়ে বোঝা যায়, অর্থনীতি কতটা ভারসাম্যহীন এবং অকার্যকর। সেই সঙ্গে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব ব্যবস্থা নিয়েছে, তা কতটা প্রভাব রাখছে, সেটি এখনো পরিষ্কার নয়।

এদিকে পশ্চিমের অনেক বিশ্লেষক মনে করছেন যে, রাশিয়ার সরকার সম্ভবত ইচ্ছা করে রুবলের দরপতন হতে দিচ্ছে। রুবলের দরপতনে সরকারের রাজস্ব আয়ের পরিমাণ সম্পর্কে ধারণা করা যায়। এ ছাড়া সামাজিক ও সামরিক ভারসাম্য বিনষ্ট না করে তার পক্ষে বাজেট ব্যয় হ্রাস করাও প্রায় অসম্ভব। সেই বাস্তবতায় রুবলের দরপতন হতে দেওয়া গ্রহণযোগ্য সমাধান হতে পারে। তবে পরিস্থিতির ওপর রাশিয়ার ঠিক কতটা নিয়ন্ত্রণ আছে, সে বিষয়ে বিশ্লেষকদের মধ্যে মতৈক্য নেই।

এম.এস.এইচ/আই.কে.জে.

ডলার রুবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন