ছবি: সংগৃহীত
বলিউড তারকা রানী মুখার্জি পর্দায় আজকাল অনিয়মিত। স্বামী, সন্তান নিয়েই ব্যস্ত সময় কাটান তিনি। সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় তা। তবে নেটমাধ্যমে নিজের সুখী জীবনের মুহূর্ত প্রকাশ করলেও চেপে রেখেছিলেন এক ভয়ানক কষ্টের কথা। তিন বছর পর সেই গোপন কষ্টের কথা জানালেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
২০১৫ সালে প্রথমবার মাতৃত্বের স্বাদ পান রানী। তার পাঁচ বছর পর ফের অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। ২০২০ সালে করোনা মহামারীর সময় গর্ভবতী হন। কিন্তু রানীর সন্তান পৃথিবীর আলো দেখেনি। পাঁচ মাসেই গর্ভপাত হয় তার। নিজের জীবনের এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি মেলবোর্নে গিয়েছিলেন রানী। সেখানে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মূল বক্তা ছিলেন তিনি। সেখানেই প্রথমবারের জন্য তার গর্ভপাত নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তবে অনেকে ভেবেছেন, ছবির প্রচারে বিষয়টি সামনে এনেছেন অভিনেত্রী। কেননা গর্ভপাতের পরই ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির শুটিং শুরু হয়।
আরো পড়ুন: প্রাণ-আরএফএল ঘরে বসেই নারীদের আয়ের সুযোগ দিচ্ছে
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রথমবার কথাটা সকলের সামনে বললাম। আসলে আজকাল যা-ই করি, সকলেই ভাবেন সেটা আমরা ছবির প্রচারের স্বার্থে বলছি বা করছি। আমি তাই ইচ্ছে করেই আমার ছবির প্রচারের সময় এই কথা বলিনি।’
‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ রানীর সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। মুক্তির পর বেশ প্রশংসিত হয় চলচ্চিত্রটি। এতে রানীকে দেখা গেছে চ্যাটার্জী পরিবারের স্ত্রী হিসেবে।
এসি/ আই.কে.জে.