সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত কষ্ট করতে হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আলু-পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে দর বেঁধে দিয়েছে। এরপর ট্যাক্স আছে। এ জন্য ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছতে ১১০ থেকে ১১৫ টাকা হয়ে যায়। এ ছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও এক মাস একটু কষ্ট করতে হবে।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুরের নবদীগঞ্জ অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী এসব বলেন। এ সময় হাসপাতালের কর্মকর্তারা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিপু মুনশি বলেন, দেশের নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে আরও এক মাস সময় লাগবে। ইতিমধ্যে ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু ‘টেকনিক্যাল’ কারণে পিছিয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আলু আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা আমদানির জন্য আসবেন, তাদের সহায়তা করা হবে।

পোশাকশিল্প নিয়ে যারা সহিংসতা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিকের সঙ্গে আলোচনা চলছে। পাশের দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তা কার্যকর হবে। এখন যাঁরা বিশৃঙ্খলা করছেন, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করছেন।

মন্ত্রী বলেন, দেশে অনেক সরকার ক্ষমতায় বসলেও শুধু আওয়ামী লীগ সরকার পোশাকশ্রমিকদের নিয়ে ভেবেছে। দুই হাজার ৫০০ টাকার বেতন নিয়ে গেছেন আট থেকে ১০ হাজারে।

এসকে/ 


ভারত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পেঁয়াজ নতুন পেয়াঁজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন