সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হায়দরাবাদে বাংলাদেশি কিশোরী উদ্ধার, বেরিয়ে আসছে ভারত–বাংলাদেশ মানব পাচার চক্রের তথ্য *** হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন *** বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রাখাইন সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা *** অধ্যাপক আবুল বারকাতের জামিনে মুক্তি চেয়ে ১২২ নাগরিকের বিবৃতি *** যুদ্ধ বন্ধে পুতিনের প্রস্তাবের ‘পক্ষে’ ট্রাম্প *** অর্থ পাচার করে বিদেশে গড়ে তোলা ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান *** বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়: তারেক রহমান *** আওয়ামী লীগের সরকারের বিষয়ে জুলাই সনদে দাবিটা অতিরঞ্জিত: ডেভিড বার্গম্যান *** সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি *** পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প পাস

তৈরি পোশাক খাতের ১৫ উদ্যোক্তা এমপি নির্বাচিত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পোশাক খাতের ১৫ উদ্যোক্তা। তাদের মধ্যে ছয়জন একাদশ জাতীয় সংসদেও এমপি ছিলেন। মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন তিনজন। আওয়ামী লীগ, জাতীয় পার্টির মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তারা। 

আওয়ামী লীগ থেকে পুনর্নির্বাচিতদের মধ্যে আছেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি বাণিজ্যমন্ত্রী ও সেপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক টিপু মুনশি। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ভোট করেন তিনি।

ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম কুমিল্লা-৯ আসনে নির্বাচিত হন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জয় পান। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচিত হন।

এবারের নির্বাচনে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। তিনি ফরিদপুর-৩ (সদর) থেকে প্রথম বারের মতো নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন : বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম কমলো

স্বতন্ত্র থেকে নির্বাচিত পোশাক খাতের অন্য সংসদ সদস্যরা হলেন- নিপা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী। ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত হন তিনি। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে নির্বাচিত হন ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুচ ছালাম। স্পেরো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চয়ন ইসলাম হয়েছেন সিরাজগঞ্জ-৬ আসন থেকে। তুসুকা গ্রুপের ফয়জুর রহমান বাদল ব্রাহ্মণবাড়িয়া-৫ থেকে নির্বাচিত হন।

স্মার্ট গ্রুপের মুজিবুর রহমান চট্টগ্রাম-১৬ থেকে নির্বাচিত হন। এক্সিস নিটওয়্যারের দেওয়ান জাহিদ আহমেদ টুটুল মানিকগঞ্জ-২ থেকে নির্বাচিত। এছাড়া মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মমিন মণ্ডল সিরাজগঞ্জ-৫ আসন থেকে জয়লাভ করেন। 

জাতীয় পার্টির মনোনয়নে পুনর্নির্বাচিত হন শাশা ডেনিমের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নির্বাচন করেছিলেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে।

এ ছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ও উইসডম অ্যাটায়ার্সের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে জয়ী হন।

এস/ আই. কে. জে/ 

আওয়ামী লীগ এমপি উদ্যোক্তা পোশাক খাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন