সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠালো চন্দ্রযান-৩

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সফলভাবে চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর এবার চন্দ্রপৃষ্ঠের ছবিও পাঠিয়েছে ভারতের চন্দ্রযান ৩। টুইট বার্তায় সেই ছবিও পোস্ট করা হয়েছে যাতে চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশও ধরা পড়েছে।

রবিবার (৬ আগস্ট) চন্দ্রযান-৩ এর পাঠানো চন্দ্রপৃষ্ঠের ছবিটি  টুইট করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। 

এর আগে ৫ আগস্ট শনিবার ভারতীয় সময় সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-৩।

চন্দ্রযান-৩-কে চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছার পর ইসরো এক বিবৃতিতে জানায়, ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়। মোট ১ হাজার ৮৩৫ সেকেন্ডের চেষ্টায় তা সফল হয়।

প্রসঙ্গত, চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী নীল আর্মস্ট্রং। গত ৫ আগস্ট ছিল তাঁর ৯৩তম জন্মবার্ষিকী। সেদিনই চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে পৌঁছায়।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে ইতোমধ্যে নভোযান অবতরণ করিয়েছে। চন্দ্রযান-৩ যদি সফল হয় তবে ভারত হবে এ তালিকার চতুর্থ দেশ।

চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর এটি এক চান্দ্রদিবস পর্যন্ত কার্যক্রম চালাবে। এক চান্দ্রদিবস পৃথিবীর ১৪ দিনের সমান।

এম.এস.এইচ/

ভারত চন্দ্রযান-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন