মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রেশার কুকারে রান্না করা খাবার কি স্বাস্থ্যের জন্য নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

কর্মব্যস্ত এই জীবনে রান্নার কাজ যতটা কম সময়ে সারা যায়, ততই ভালো। চটজলদি রান্নার জন্য অনেকেই প্রেশার কুকারের ওপর ভরসা করেন। তবে মনে সংশয় থাকে, এতে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় কিনা তা নিয়ে। 

অনেকেই মনে করেন, প্রেশার কুকারে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আসলে কি এই ধারণা ঠিক? চলুন জানা যাক আসল সত্য- 

সম্প্রতি ‘সায়েন্স অব ফুড অ্যান্ড এগ্রিকালচার’ নামে একটি মার্কিন স্বাস্থ্য বিষয়ক পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, প্রেশার কুকারে রান্না করলে খাবারের লেক্টিনের মাত্রা কমে যায়। এমনটা হলে কী কী সমস্যা হতে পারে?

লেক্টিন হলো একটি বিশেষ ধরনের প্রোটিন। কার্বোহাইড্রেটের সঙ্গে মূলত এই প্রোটিন বন্ধনে থাকে। অনেক খাবারেই এই উপাদানটি থাকে। প্রেশার কুকারে রান্না করলে এর মাত্রা কমে যেতে পারে। 

আরো পড়ুন : যেভাবে পেঁয়াজ ছাড়াই রান্না হবে সুস্বাদু খাবার

বিশেষজ্ঞদের মতে, এই লেক্টিন একটি ক্ষতিকর রাসায়নিক উপাদান। এটি খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দিতে সক্ষম। অর্থাৎ, এদিক থেকে বিচার করলে প্রেশার কুকারে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে ষোলআনা। বরং বলা যায়, এতে খাবারের পুষ্টিগুণ বাড়ে। শরীর বেশি পুষ্টি পায়।

তবে প্রেশারে কুকারে রান্নার একটি খারাপ দিকও আছে। অধিকাংশ প্রেশার কুকার অ্যালোমিনিয়ামের তৈরি। বিশেষজ্ঞদের মতে, অত্যাধিক গরম হয়ে গেলে প্রেশার কুকারের অ্যালোমিনিয়ামের রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে। এতে পুষ্টিগুণ নষ্ট হওয়া আশঙ্কা থাকে। 

অনেকের মতে, ইদানীং অনেক প্রেশার কুকারই অ্যালোমিনিয়ামের তৈরি নয়। এগুলো লোহা বা মিশ্র ধাতু দিয়ে তৈরি হয়। যা খাবারের পুষ্টিগুণে তেমন প্রভাব ফেলে না। এমন প্রেশার কুকারে রান্না করলে সমস্যা অনেকটাই কমে যায়। 

সবমিলিয়ে বলা যায়, ভালোমানের প্রেশার কুকার হলে আপনি তাতে রান্না করতেই পারেন। এতে গ্যাস আর সময় দুটোই বাঁচবে।

এস/ আই.কে.জে/

রান্না নিরাপদ প্রেশার কুকারে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন