বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

ফাইনালে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

দীর্ঘ দেড় মাস ধরে চলা ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামছে আজ। একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলার লড়াইয়ে মাঠে নামছে আসরের সেরা দুই দল।

বিশ্বমঞ্চে এই মহারণে টানা দশ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে উড়তে থাকা ভারতের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আইসিসির মেগা এই টুর্নামেন্টের সবচেয়ে সফল অজিরাই যাদের ঝুলিতে আছে পাঁচটি ট্রফি। অন্যদিকে স্বাগতিকদের চোখ থাকবে তৃতীয় শিরোপায়।

১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবথেকে বড় ক্রিকেট ভেন্যু হিসেবে পরিচিত আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শক্তিশালী এ দুই দলের জমজমাট শিরোপা লড়াই নিয়ে দর্শকদের মাঝে বিরাজ করছে তুমুল আগ্রহ-উদ্দীপনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। 

ভারত সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ২০১১ সালে। ঘরের মাটিতে সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির দল। এরপর গত এক দশকে বিশ্বকাপ ফাইনালে যাওয়া হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

এক যুগ পর আবারো ঘরের মাটিতে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রোহিত-কোহলিরা। সে লক্ষ্যে আজ ভারতীয়রা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়েই। 

এদিকে ওয়ানডে বিশ্বকাপে সবথেকে সফল দল অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আজ সুযোগ ষষ্ঠ শিরোপা জয়ের। সে লক্ষ্যে অজিরাও আজ মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়েই। 

ভারত একাদশ:

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: 

ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক

ওআ/

ভারত অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন