ছবি: সংগৃহীত
আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে ২০২৩ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ফিফা ‘দ্য বেস্ট' ছেলেদের পুরস্কার জিতলেন লিওনেল মেসি।
সোমবার (১৫ই জানুয়ারি) রাতে লন্ডনে দ্য বেস্ট ফিফা ফুটবল পুরস্কার অনুষ্ঠানে বিজয়ী হিসেবে এই আর্জেন্টাইন মহাতারকার নাম ঘোষণা করা হয়।
ক্রীড়া বিশ্লেষকদের মতে এবার পুরস্কারটি জয়ে ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী স্ট্রাইকার আর্লিং হলান্ড এগিয়ে ছিলেন। কিন্তু ভোটাভুটির মাধ্যমে ছেলেদের ‘দ্য বেস্ট’ পুরস্কারটি জিতেছেন মেসি। আর্জেন্টাইন তারকা অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় পুরস্কারটি নিজ হাতে নিতে পারেননি। সংক্ষিপ্ত তালিকায় অন্য প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।
পুরস্কারের জন্য ২০২২ সালের ১৯শে ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০শে আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ছেলেদের ‘দ্য বেস্ট’ বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা। ফিফার ওয়েবসাইটে লাইভ বিবরণীতে বলা হয়েছে, এবার পুরস্কারটি জিততে মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাকিদের।
মেসি এবং হলান্ড দুজনেই সমান ৪৮ স্কোরিং পয়েন্ট পেয়েছেন ভোটাভুটিতে। কিন্তু মেসি এগিয়ে গেছেন জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশিসংখ্যকবার প্রথমে থেকে। মানে অধিনায়কেরা ভোট দিতে পছন্দের তালিকায় যে তিনজনকে বেছে নিয়েছেন, সেখানে সবচেয়ে বেশিসংখ্যকবার শীর্ষে ছিলেন মেসি। এমবাপ্পে ৩৮ স্কোরিং পয়েন্ট পেয়ে তৃতীয়।
মেসির অনুপস্থিতিতে তাঁর পুরস্কারটি থিয়েরি অরি হাতে নিয়ে মজা করে বলেছেন, ‘এটা আমিই নিচ্ছি। কারণ আমি এটা কখনো জিতিনি।’
এ নিয়ে তৃতীয়বার পুরস্কারটি জিতলেন মেসি। এবার জিতলেন টানা দ্বিতীয়বার। প্রথমবার জিতেছিলেন ২০১৯ সালে।
বর্ষসেরা গোলের স্বীকৃতি হিসেবে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন বোটাফোগো এসপির গুইলহার্মে মাদরুগা। ছেলেদের ‘দ্য বেস্ট’ কোচ পেপ গার্দিওলা। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে ‘ট্রেবল’ জেতেন গার্দিওলা। স্প্যানিশ এই কোচের হাতেই উঠল ছেলেদের ফিফা ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার।
ইংল্যান্ড নারী ফুটবল দলের কোচ সারিনা ভাইগমানের হাতে উঠেছে ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার। এছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবলজয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন পেয়েছেন ছেলেদের ‘দ্য বেস্ট’ গোলকিপারের পুরস্কার।
ওআ/
খবরটি শেয়ার করুন