মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ফেসবুক ভেরিফাই করতে যা যা লাগে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৩ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

অনেকের ফেসবুক প্রোফাইল ও পেজে ব্লু টিক দেখতে পাবেন। এই ব্লু টিক হল এক ধরনের যাচাইকরণ যে, অ্যাকাউন্টটি আসল। সেলিব্রিটিদের নামে হাজার একটা অ্যাকাউন্ট থাকে, কিন্তু আপনি সঠিক অ্যাকাউন্টটিই ফলো করছেন কি না, তা এই ব্লু টিক দেখেই বুঝতে পারেন। 

কয়েকদিন আগে পর্যন্তও নামের পাশে নীল টিক জ্বলজ্বল করতে দেখলেই আপনি বুঝে যেতেন যে সেই অ্যাকাউন্টটিতে প্রচুর ফলোয়ার। তাই সেই সোশ্যাল মিডিয়া কোম্পানি থেকে তাকে ব্লু টিক দিয়েছে। কিন্তু এখন তা হয় না। আপনি চাইলেই আপনার নামের পাশেও রাখতে পারেন ব্লু টিক। কীভাবে করবেন, সেটাই ভাবছেন তো? চলুন দেখে নেওয়া যাক।

নীল টিক বা ব্লু টিক পেতে যা দরকার

১. অ্যাকাউন্টটি আসল এবং সক্রিয় হওয়া উচিত।

২. অ্যাকাউন্টের নাম এবং প্রোফাইল পিকচার সঠিক হওয়া প্রয়োজন।

৩. অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ব্যবসা বা প্রতিষ্ঠানটি কোনও নামী এবং স্বীকৃত কোম্পানি হতে হবে।

৪. অ্যাকাউন্টের একটি বৈধ নথি থাকতে হবে, যা তার পরিচয় এবং ব্যবসা বা প্রতিষ্ঠানের বৈধতা প্রকাশ করবে।

৫. ব্লু টিকের জন্য আবেদন করতে, অ্যাকাউন্টের মালিককে ফেসবুকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। ফেসবুক সেই আবেদনটি পর্যালোচনা করবে এবং যোগ্য মনে করলে তবেই অ্যাকাউন্টটিকে একটি নীল টিক দেওয়া হবে।

আরো পড়ুন : ইন্টারনেট ছাড়াই গাইড করবে গুগল ম্যাপ

ফেসবুক ভেরিফায়েড হওয়ার সুবিধা জানুন

১. ব্লু টিক থাকলে অ্যাকাউন্টটি আসল মনে হয়।

২.এটি অ্যাকাউন্টটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়।

৩.অ্যাকাউন্টটিকে আরও নির্ভরযোগ্য করে তোলে।

কীভাবে ফেসবুকে ব্লু টিক পাবেন?

১. প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যান এবং ‘সেটিংস’-এ যান।

২. ‘অ্যাবাউট’-এ যান।

৩. সেখান থেকে ‘অ্যাকাউন্ট ভেরিফিকেশন’-এ যান।

৪. এবার ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’ অপশনটি দেখতে পাবেন, তাতে ক্লিক করুন।

৫. এবার আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে, যাতে আপনার নাম, ব্যবসা বা প্রতিষ্ঠানের নাম, ওয়েবসাইট, যোগাযোগের তথ্য এবং অন্যান্য বিশদ দিতে হবে।

৬.আপনাকে অবশ্যই একটি বৈধ নথি আপলোড করতে হবে, যা আপনার পরিচয় এবং আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রমাণপত্র। ফেসবুক আপনার আবেদন পর্যালোচনা করবে এবং আপনি যোগ্য হলে আপনাকে একটি ব্লু টিক দেওয়া হবে।

এস/ আই.কে.জে

ফেসবুক ভেরিফাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন