মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান

বন্ধ হয়ে যাচ্ছে ‘মেসেঞ্জার লাইট’, দুর্বল নেটওয়ার্কে চলবে না মেসেঞ্জার

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

মেসেঞ্জার লাইট

ইন্টারনেটের গতি কম থাকলে বা মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলে, চাইলেও স্মার্টফোনে থাকা মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করা যায় না। তাই ধীরগতির ইন্টারনেটের কারণে বিভিন্ন উন্নয়নশীল দেশে বসবাসকারী মানুষ ‘মেসেঞ্জার লাইট’ ব্যবহার করেন নিয়মিত। অ্যাপটিতে বার্তা আদান-প্রদানের পাশাপাশি বেশ কিছু সুবিধা পাওয়া গেলেও মূল মেসেঞ্জার অ্যাপের সব সুবিধা পাওয়া যায় না।  

তবে আগামী সেপ্টেম্বর মাসে বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপটি। ফলে ইন্টারনেটের গতি কম থাকলে আর ব্যবহার করা যাবে না মেসেঞ্জার।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে মেসেঞ্জার লাইট অ্যাপ। বর্তমানে মেসেঞ্জার লাইট অ্যাপ ব্যবহারকারীদের তথ্যগুলো মেসেঞ্জার বা ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমে আদান-প্রদান করা হচ্ছে। গুগল প্লে স্টোর থেকেও মেসেঞ্জার লাইট অ্যাপ মুছে ফেলা হয়েছে।

বর্তমানে মেসেঞ্জার লাইট অ্যাপ চালু করলেই একটি বার্তা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। বার্তায় বন্ধের সিদ্ধান্ত জানানোর পাশাপাশি মেসেঞ্জারের মূল অ্যাপ ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জার লাইট অ্যাপ উন্মুক্ত করা হয়। এরপর আইওএস সংস্করণ আনা হলেও সেটি ২০২০ সালে বন্ধ করে দেয় ফেসবুক। এবার অ্যান্ড্রয়েড সংস্করণ বন্ধ করার মাধ্যমে মেসেঞ্জার লাইট অ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে।

সূত্র: টেক ক্র্যান্চ

এসকে/ 

মেটা মেসেঞ্জার মেসেঞ্জার লাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন