মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিএনপি নেতাদের ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপি নেতাদের ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেওয়ার আহ্বান জানিয়ছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। 

মঙ্গলবার (১০ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরু হয়েছে। এটি দেশের জন্য একটি মাইলফলক। বিএনপি নেতাদের আহ্বান জানাচ্ছি, তারা যেন ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দেয়।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, এর আগেও যখন বেগম জিয়া অসুস্থ হয়েছেন, তখনই তাদের দলীয় মেডিকেল বোর্ড ঘোষণা বেগম জিয়ার স্বাস্থ্য সংকটপণ্য উল্লেখ করে তাকে বিদেশে নেয়ার কথা বলেছে। দলীয় মেডিকেল বোর্ড বিএনপির মতোই বক্তব্য দিচ্ছে।

মেডিকেল বোর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলে যদি তাকে বাসায় নিয়ে যাওয়া না যায়, তাহলে তাকে বিদেশে নেয়া হবে কীভাবে, এটাই প্রশ্ন।

দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমেই তার ভালো চিকিৎসা করা সম্ভব মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজেদের তত্ত্বাবধানেই বেগম জিয়ার চিকিৎসা করাচ্ছে। এর আগে সরকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করেছিল। সেটি পছন্দ হয়নি বলেই পারিবারিক সিদ্ধান্তে এবার এভারকেয়ারে চিকিৎসা করাচ্ছে। তারা চাইলে সরকার আবার সহযোগিতা করবে।

একে/







পদ্মা সেতু খালেদা জিয়া তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন