মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১

ভৈরবে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১ লাখ টাকা : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল দুর্ঘটনায় যারা মারা গেছে সেটা পূরণ হওয়ার নয়। তারপরও তাদের পাশে দাঁড়িয়েছে রেল মন্ত্রণালয়। ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা ও আহতদের চিকিৎসার খরচ বহন করা হবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  রেলভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নূরুল ইসলাম বলেন, ২০২০ সালে একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এতে নিহত হয়েছিল ২১ জন। দীর্ঘদিন পর আবার ২৩ অক্টোবর দুর্ঘটনা হয়। এতে এ পর্যন্ত ২০ জন প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা ৩৫-৪৫ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে ১০ জনের মতো এখনও ভর্তি আছেন।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তাদের রিপোর্টে পাওয়ায় পর ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি লোকোমাস্টারের অবহেলা বা অক্ষমতায় এ ঘটনা ঘটেছে।

মন্ত্রী আরও বলেন, সিগন্যাল দেয়া ছিল। দিনের বেলায় সেটি না দেখতে পাওয়ার কথা নয়। গুডস লোকোমোটিভের চালকের গাফিলতি থাকতে পারে। কোনও নাশকতার বিষয় আছে কী না সেটাও দেখা হচ্ছে। চালক, সহকারী ও গার্ডম্যানকে সাময়িক বরখাস্ত হয়েছে।

ওআ/

দুর্ঘটনা রেলমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন