মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন *** গত বছর ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের শীর্ষে পাকিস্তানিরা, বাংলাদেশিরা চতুর্থ *** বিচার বিভাগ থেকে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নিয়োগে একমত বিএনপি-জামায়াত *** শিক্ষাসচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম *** মাইলস্টোনে আহতদের জন্য সিঙ্গাপুর থেকে আসছে চিকিৎসক দল: শ্রম উপদেষ্টা *** সেপ্টেম্বরের মধ্যে মিগ-২১ যুদ্ধবিমানের বহর বাতিল করবে ভারত *** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

মিয়া খলিফার মতো খারাপ অভিজ্ঞতা নেই সানি লিওনের

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৯ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সানি লিওন ও মিয়া খলিফা, দুজনই প্রাক্তন নীল সিনেমার জগতের তারকা। একজন বর্তমানে বলিউড অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও অন্যজন সম্পূর্ণ আড়াল করে ফেলেছেন নিজেকে পর্দার জগত থেকে। 

সানি লিওন বলিউডে ব্যস্ত থাকলেও একসময় নীল সিনেমার দুনিয়া থেকে কোটি কোটি টাকা আয় করেছেন। অন্যদিকে তার চেয়ে কম জনপ্রিয় ছিলেন না মিয়া। পর্ন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনিও। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিয়া খলিফাকে নিয়ে কথা বলেছেন সানি লিওন। যেখানে তিনি জানিয়েছেন, নীল ছবিতে কাজ করলেও মিয়ার মতো খারাপ অভিজ্ঞতা নেই তার। 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে মিয়া খালিফা পর্ন ইন্ডাস্ট্রি ছাড়ার আগে তিন মাসের এক প্রজেক্টের জন্য ৮.৭৫ কোটি টাকার চুক্তি করলেও তাকে দিয়েছেন মাত্র কয়েক লক্ষ টাকা।

মিয়া খলিফার মতো সানিরও খারাপ অভিজ্ঞতা আছে কি না, তেমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, তার এমন কোনো খারাপ অভিজ্ঞতা নেই।

সানির ভাষ্য, সবার অভিজ্ঞতাই আলাদা হয়। কোনো চুক্তির আগে আমি খুব ভালো করে সেটি পড়ে নিতাম। কোনো কিছু পরিবর্তন বা সংশোধন প্রয়োজন মনে করলে সেটাও করে নিতাম। 

এই অভিনেত্রীর কথায়, সানির ক্যারিয়ার তার হাতেই ছিল। তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেন। 

মিয়া খলিফার প্রসঙ্গে সানি বলেন, ‘মিয়া যদি সঠিকভাবে ওর চুক্তিপত্র পড়ে নিতেন, তাহলে এভাবে তাকে কেউই ঠকাতে পারতো না। তাই সই করার আগে চুক্তি পড়া উচিত ভালো করে।’

আরো পড়ুন: ‘পরিণীতা’ মুছে দেয় বিদ্যার বালানের ‘অশুভ’ তকমা

পর্ন ইন্ডাস্ট্রিতে শুরুতেই মোটা টাকা পারিশ্রমিক পাচ্ছিলেন সানি লিওন। কিন্তু পরিবারের থেকে বিষয়টি গোপনই রেখেছিলেন অভিনেত্রী। লুকিয়ে নীল ছবিতে কাজ করে যে অর্থ পেতেন সেখান থেকে একটা মোটা পরিমাণের অঙ্ক বাবা-মাকে পাঠাতেন। কিন্তু একপর্যায়ে সানির উর্পাজনের মাধ্যম জেনে ফেলেন তার ভাই। আটকানোর চেষ্টা করেন বোনকে। 

সানি তার ভাইয়ের সেই কথা রাখেননি। সময়ের সঙ্গে সঙ্গে নীল ছবির জগতে নিজেকে আরও জড়িয়ে ফেলেন তিনি। একটা সময়ে বেশ কিছু ম্যাগাজিনে সানির খোলামেলা ছবি প্রকাশ হয়। বিষয়টি নজরে আসে পরিবারের। এরপরই পরিবার ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

এসি/ আইকেজে 


সানি লিওনের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন