গোলের পরে লিওনেল মেসির উদযাপন - ছবি: সংগৃহীত
ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দিয়ে নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ক লিওনেল মেসি। মায়ামির হয়ে অভিষেক ম্যাচে বদলি নেমে ইনজুরি টাইমে ফ্রি-কিক থেকে গোল করে দলকে জয়ের মুখ দেখিয়েছিলেন। এবার অধিনায়ক হিসেবে ম্যাচের শুরু একাদশে নেমে জোড়া গোলের পাশাপাশি ম্যাচজুড়ে দুর্দান্ত পারফর্ম করে ৪-০ গোলের বড় জয় এনে দিয়েছেন মায়ামিকে। শুধু নিজের পারফরম্যান্সই না, টানা ১১ ম্যাচ জয়ের মুখ না দেখা ইন্টার মায়ামির জন্য যেন দেবদূত হয়েই এসেছেন মেসি। হারতে হারতে জয়ের মুখ দেখা ভুলে যাওয়া দলটা যেন এক মেসিকে পেয়েই রাতারাতি বদলে গেলো খোলনচলে।
বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৫টায় লিগ কাপের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি।
এ নিয়ে মায়ামির জার্সিতে মাত্র ১১৮ মিনিট খেলেই ৩ গোল পূর্ণ করলেন মার্কিন সকারে। এর আগে অভিষেক ম্যাচের দ্বিতীয়ার্ধে ৪০ মিনিট খেলে একটি গোল করেছিলেন মেসি। আর এবার ক্লাবটিতে নিজের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন তিনি। এছাড়া আটলান্টার বিপক্ষে একটি গোল করতে সহায়তাও করেছেন বিশ্বকাপজয়ী তারকা।
গোলের পরে লিওনেল মেসিদের উদযাপন - ছবি: সংগৃহীত
নিজের দ্বিতীয় ম্যাচে মায়ামির অধিনায়ক হিসেবে মেসির অভিষেক হয়। খেলার মাত্র ৮ মিনিটের মধ্যেই লিড গোল তুলে নেন মায়ামির এই নতুন অধিনায়ক। মধ্যমাঠ থেকে বল পেয়ে আটলান্টা শিবিরে ঢুকে পড়েন লিওনেল মেসি। গোলমুখে শটও নেন তিনি। কিন্তু গোল পোস্টে লেগে বল ফিরে আসে। তবে দ্বিতীয় পর্যায়ে জালের ঠিকানা খুঁজে পান তিনি।
আর ২১ মিনিটে মধ্যমাঠ থেকে নিজেই বল টেনে নিয়ে প্রতিপক্ষ শিবিরে ঢুকে পড়েন মেসি। গোলের সামনে গিয়ে সতীর্থ টেলরকে পাস দেন। মায়ামি ফরোয়ার্ড মেসির সামনে ক্রস এঁকে দেন। সেখান থেকে সফল কিক করে দ্বিতীয়বারের মতো জালের দেখা পান মেসি। তাতে দলের সঙ্গে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।
মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন রবার্ট টেলর। ৪৩ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চির সহায়তায় দর্শনীয় এক গোল করেন টেলর। তাতে প্রথমার্ধের বিরতির আগে ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন টেলর। এবার মেসির সামনে গোলের সুযোগ থাকলেও তিনি সতীর্থ টেলরকে দিয়ে গোল করান।
আরো পড়ুন:টিভিতে দেখুন আজকের খেলা (২৬ জুলাই ২০২৩)
খেলার ৭৮ মিনিটে মেসিকে তুলে নেয়া হয়। আর এরপরেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। বদলি হিসেবে নামা মায়ামি ডিফেন্ডার ক্রিস্টোফার ম্যাকভি ডি-বক্সের মধ্যে ফাউল করে বসেন। তাতে লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়। এছাড়া পেনাল্টি পায় আটলান্টা। তবে দলটির ফরোয়ার্ড থিয়াগো আলমাদা পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত মায়ামি ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এম/