বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

যে কারণে সাদা জার্সি আনল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত ৪৪ বছরের ইতিহাসে নানা রঙের জার্সিতে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে খেলতে দেখা গেছে। এরপর এই প্রথম তারা সাদা জার্সি পরে আর্সেনালের মুখোমুখি হবে। প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছে কাতালান ক্লাবটি। সেখানে জুভেন্তাসের সঙ্গে প্রথম ম্যাচে তাদের বেশিরভাগ খেলোয়াড় অসুস্থ বলে ম্যাচটি বাতিল করা হয়। এরপর লস অ্যাঞ্জেলসে আজ (বুধবার) কাতালোনিয়া ক্লাবটিকে সাদা জার্সিতে নামতে দেখা যাবে।

মূলত সাদা রঙের জার্সি বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের আইকনিক পোশাক। তবে কাতালান ক্লাবটির কিংবদন্তি তারকা ইয়ুহান ক্রুইফের প্রতি সম্মানার্থে বার্সা ফুটবলাররা এই রঙের জার্সি পরিধান করবে।

এক বিবৃতিতে বর্তমান স্প্যানিশ চ্যাম্পিয়নরা জানিয়েছে, ‘১৯৭০ সালে ক্লাবের দ্বিতীয় কিটের সঙ্গে মিল রেখে এই জার্সি বানানো হয়েছে। যেখানে সাদা রঙের আধিপত্য এবং হাতায় লাল-নীলের মিশ্রণে স্ট্রাইপ রয়েছে। এমন জার্সি বেছে নেওয়ার পেছনে কাজ করেছে কিংবদন্তি ব্যক্তিত্ব ক্রুইফের অনুপ্রেরণা। এছাড়া পোলিনো আলকানতারা, জোসেপ স্যামিটিয়ার, চেজার রদ্রিগেজ, লাজলো কুবালাদের মতো ফুটবলাররাও ১৯২০-৭০ সময়কালে সাদা জার্সি পরেছিলেন।’


ছবি: সংগৃহীত

এর আগে ১৯৭৯ সালে ইউরোপীয় কাপ টুর্নামেন্টে সর্বশেষ ওই রঙের জার্সি পরেছিল বার্সেলোনা। তবে সাদার সঙ্গে এবার নতুন করে দুই রঙের স্ট্রাইপ যোগ করেছে তারা। রিয়ালের সঙ্গে অমিল রাখতে তারা এটি বেছে নিয়েছে। গত মৌসুমে নতুন করে ধুসর রঙের কিট এনেছিল কাতালানরা, তার সঙ্গে এবার সাদা জার্সি যুক্ত হলো।

আরো পড়ুন:মেন্টরের কাজ কী, জানেন না মাশরাফি

এ নিয়ে ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা বলছেন, ‘এটি সম্পূর্ণ সাদা নয়। এর স্লিভে নীল-লাল রঙ সংযুক্তি রয়েছে এবং একইসঙ্গে এতে যুক্ত রয়েছে ক্লাবের শুরুর দিকে খেলা ক্রুইফের স্মৃতি। নাইকি সেটি বেশ সচেতনভাবে পর্যবেক্ষণ করেছে। রঙটি বাছাইয়ের পরই সে অনুসারে কিট বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমরা বিশ্বাস করি সাদা কারও পৈত্রিক সম্পত্তি নয়। এটি ‘‘বার্সা হোয়াইট’’।’

এম/


চ্যাম্পিয়ন বার্সেলোনা জার্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন