বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

রিচার্জে ৪০ বিকাশ গ্রাহক পাবেন বিশ্বকাপ ক্রিকেট দেখার সুযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ এবার মাঠে বসে দেখার সুযোগ পাবেন মোবাইলে আর্থিক সেবার প্রতিষ্ঠান বিকাশের ৪০ জন গ্রাহক।

আগামী পাঁচ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশিবার বিকাশ থেকে যেকোনো মোবাইল নম্বরে ৫০ অথবা ১০০ টাকা রিচার্জ করা গ্রাহকরা এই সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

এজন্য ‘বিকাশ করলেই বিশ্বকাপ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে আটজন করে মোট ৪০ জন বিজয়ী গ্রাহক মাঠে বসে দেখবেন বিশ্বকাপের ১৩তম আসর।

এই ৪০ জনের মধ্যে ৩০ জন পাবেন বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের টিকেট, পাঁচজন করে পাাবেন সেমিফাইনাল এবং ফাইনালের টিকেট।

ম্যাচ টিকেটের পাশাপাশি তারা পাবেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়া-আসার এয়ার টিকেট এবং দুই রাতের জন্য হোটেল বুকিং।

ক্যাম্পেইনটি আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। একজন গ্রাহক পুরো ক্যাম্পেইন চলাকালে পুরস্কারের জন্য শুধু একবারই বিবেচিত হবেন।

বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ টিকেটের জন্য সবচেয়ে বেশিবার ৫০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকদের বিবেচনা করা হবে। সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকেটের জন্য বিবেচনায় থাকবেন সবচেয়ে বেশিবার ১০০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকরা।

বিকাশের মাধ্যমে রিচার্জের দৈনিক লিমিট ৫০ বার এবং মাসিক লিমিট ১ হাজার ৫০০ বার।

প্রতি সপ্তাহের বিজয়ীদের সাথে শুধু বিকাশের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে (বিকাশ হেল্পলাইন ১৬২৪৭) সরাসরি যোগাযোগ করা হবে।

সর্বাধিক রিচার্জের সংখ্যা একাধিক গ্রাহকের একই হলে, দ্রুততম রিচার্জকারী বিজয়ী হিসেবে বিবেচিত হবেন। গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে অথবা *247# ডায়াল করে মোবাইল রিচার্জ করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তি।


বিকাশ বিশ্বকাপ ক্রিকেট সুযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন