সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা *** জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা মুলতবি *** বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক *** আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

শুরু হলো চন্দ্রযান-৩ অবতরণের প্রক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবিঃ ইসরো

ইতিহাস গড়ার অপেক্ষায় ভারত। সবকিছু ঠিক থাকলে বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে অবতরণ করবে দেশটির চন্দ্রযান-৩। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

আর কয়েক ঘন্টা পর চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের কথা রয়েছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রমের। এই আবহে ইসরোর মিশন অপারেশন সেন্টারের বিজ্ঞানীদের ব্যস্ততার শেষ নেই।   

চন্দ্রযান-৩ সফল হলে চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ হবে ভারত।

এখন পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণ করেছে। চন্দ্রযান-৩ সফল হলে ভারত হবে এই তালিকার চতুর্থ দেশ।

একই সময়ে ভারতের সাথে প্রতিযেগিতা দিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামের মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। তবে রাশিয়ার মহাকাশযানটি গত শনিবার চাঁদে অবতরণের আগেই বিধ্বস্ত হয়। গত ৪৭ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এই ঘটনার দিন কয়েকের মাথায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করতে যাচ্ছে ভারতের মহাকাশযান।

২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়। তাই এখন সবার নজর চন্দ্রযান-৩ এর দিকে। 

আরো পড়ুন: ইতিহাস সৃষ্টিতে চাঁদে অবতরণের জায়গা খুঁজছে চন্দ্রযান-৩

সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরো লিখেছেন, স্বয়ংক্রিয় ল্যান্ডিং সিকোয়েন্স শুরু করার জন্য চন্দ্রযান-৩ প্রস্তুত। নির্ধারিত পয়েন্টে ল্যান্ডার মডিউল পৌঁছনোর অপেক্ষায় আছি আমরা। বিকেল প্রায় ৫টা ৪৪ মিনিটে নির্দিষ্ট স্থানে পৌঁছনোর কথা ল্যান্ডারের। স্বয়ংক্রিয় ল্যান্ডিং সিকোয়েন্স কমান্ড পাওয়ার পর বিক্রম থ্রোটলেবল ইঞ্জিনগুলিকে সক্রিয় করে নীচের দিকে নামতে শুরু করবে। মিশন অপারেশন টিম কমান্ডের সিকোয়েন্স নিশ্চিত করতে থাকবে।

পরিকল্পনা অনুযায়ী আজ, ২৩ অগস্ট সন্ধ্যা পৌনে ছ'টা নাগাদ চাঁদের মাটিতে অবতরণ প্রক্রিয়া শুরু করতে পারে চন্দ্রযান ৩।  চাঁদে পৌঁছাতে ৪০ দিনের মতো লাগছে ভারতের মহাকাশযানের।  বিক্রমের চাঁদের মাটি স্পর্শ করার কথা  মুহূর্তের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে ভারত ও গোটা বিশ্বের বিজ্ঞান মহল ও সর্বস্তরের জনগণ।  

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ বলেছেন, তিনি এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করতে সক্ষম হবে।

অবতরণ সরাসরি সম্প্রচারের পরিকল্পনার কথা ঘোষণা করেছে ইসরো। লাখো মানুষ এই সরাসরি সম্প্রচার দেখবে বলে ধারণা করা হচ্ছে।

এসকে/ 



ভারত চন্দ্রযান-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন