মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা *** ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা জয় *** মৎস্য উন্নয়ন করপোরেশনে জনবল নিয়োগ *** স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয় *** বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ–বাণিজ্য, বন্ধে প্রয়োজন কঠোর পদক্ষেপ *** হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন করলেন ড. ইউনূস

শেয়ারবাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সভা ডেকেছে বিএসইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

শেয়ারবাজারে শেয়ারের দরপতন এবং লেনদেন ও সূচক তলানির দিকে যাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় ও কৌশল নির্ধারণে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে দুটি আলাদা সভা ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তহবিল ব্যবস্থাপকদের সঙ্গে প্রথম সভা হবে। আর বেলা ১১টায় অনুষ্ঠেয় সভায় অংশ নেবেন শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমান পরিস্থিতিতে কীভাবে বাজারে বিনিয়োগ এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ানো যায়, তার কৌশল নির্ধারণে আলোচনা করা  হবে এ সভায়। 

এদিকে শেয়ারবাজারে দরপতনের ব্যাপারে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ‘গত দুই দিন বাজার নিম্নমুখী ধারায় ছিল। একটি গোষ্ঠী নানা ধরনের গুজব ছড়িয়ে বাজারে দরপতন ঘটানোর চেষ্টা করছে। গুজব ছড়ানো কয়েকজন ব্যক্তিকে আমরা চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে দরপতনের ধারাবাহিকতায় গতকাল নতুন করে আরও ১৫টি কোম্পানির শেয়ার সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইসে নেমে এসেছে। সব মিলিয়ে বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৪৮টি প্রতিষ্ঠান ফ্লোর প্রাইসে আটকে আছে, যা তালিকাভুক্ত মোট প্রতিষ্ঠানের প্রায় ৬৩ শতাংশ।

শেয়ারবাজারের সবচেয়ে ভালো কোম্পানিগুলোর একটি স্কয়ার ফার্মার শেয়ার গতকাল আবারও ফ্লোর প্রাইসে (২০৯ টাকা ৮০ পয়সা) নেমে এসেছে। এদিন আরও যেসব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে নেমে এসেছে তার মধ্যে রয়েছে– শাহ্‌জালাল ব্যাংক, এশিয়া ইনস্যুরেন্স, মীর আকতার, সন্ধানী ইনস্যুরেন্স, ইউনাইটেড ইনস্যুরেন্স, রহিমা ফুড, মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক ও অ্যাপেক্স ট্যানারি।

এম.এস.এইচ/

শেয়ারবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন