সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হায়দরাবাদে বাংলাদেশি কিশোরী উদ্ধার, বেরিয়ে আসছে ভারত–বাংলাদেশ মানব পাচার চক্রের তথ্য *** হত্যা মামলায় গ্রেপ্তার মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন *** বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রাখাইন সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা *** অধ্যাপক আবুল বারকাতের জামিনে মুক্তি চেয়ে ১২২ নাগরিকের বিবৃতি *** যুদ্ধ বন্ধে পুতিনের প্রস্তাবের ‘পক্ষে’ ট্রাম্প *** অর্থ পাচার করে বিদেশে গড়ে তোলা ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান *** বাংলাদেশ যাতে মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়: তারেক রহমান *** আওয়ামী লীগের সরকারের বিষয়ে জুলাই সনদে দাবিটা অতিরঞ্জিত: ডেভিড বার্গম্যান *** সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি *** পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প পাস

সকাল থেকে উর্ধ্বমুখী ঢাকার শেয়ারবাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

প্রতীকী ছবি

উর্ধ্বমুখী হতে শুরু করেছে ঢাকার শেয়ারবাজার। যে কোম্পানিগুলোর শেয়ারের দাম মূল্যস্তরে আটকে আছে, সে কোম্পানিগুলোর শেয়ার ছাড়া বাকি কোম্পানিগুলোর অধিকাংশেরই দাম বেড়েছে। 

সোমবার (২১ আগস্ট) সকাল থেকে বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় শতাধিক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে বলে জানা গেছে। এসময় ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ০৭ পয়েন্ট; ডিএসইএস সূচক বেড়েছে ৩ দশমিক ৯৬ পয়েন্ট; ডিএস ৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৫৫ পয়েন্ট।

এক্ষেত্রে খাতভিত্তিক কোম্পানিগুলোর লেনদেনে দেখা যায় যে, মূল্য বৃদ্ধিতে এগিয়ে আছে সিমেন্ট, খাদ্য ও বীমা খাত।

এদিকে শেয়ারবাজারে আজ আবারও লেনদেনের শীর্ষে আছে ফু ওয়াং ফুড। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকার। দ্বিতীয় স্থানে আছে সোনালী পেপার। এই কোম্পানির লেনদেন হয়েছে ১৭ কোটি টাকার শেয়ার। তৃতীয় স্থানে আছে সি পার্ল। এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকার।

সোমবার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এম.এস.এইচ/ 

শেয়ারবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন