বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

স্ত্রীর যেখানে তিল থাকলে স্বামীরা সৌভাগ্যবান হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

নারী কিংবা পুরুষ, প্রত্যেকের শরীরেই বিভিন্ন অঙ্গে তিল রয়েছে। প্রাচীন সমুদ্র শাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা আছে। 

তেমনই শরীরের বিভিন্ন অংশে তিল বিভিন্ন অর্থ বহন করে। প্রধানত নারীদের শরীরের বিভিন্ন অঙ্গে বা অংশে তালো তিল থাকলে বিভিন্ন রকমের অর্থ বহন করে ৷ 

>>> নারীদের পিঠে তিল অত্যন্ত শুভ হয়ে থাকে ৷ মনে করা হয় এই ধরনের নারীরা পুরুষদের সৌভাগ্য নিয়ে আসে ৷ 

>>> কপালের ডানদিকে তিল থাকলে ভালো ভবিষ্যত বলেই মনে করা হয় ৷ বিয়েতে কোনো বাধা বিঘ্ন আসেনা ৷ মনের মত বর ৷ 

>>> নাভির নিচের দিক করে তিল থাকলে শুভ বলেই মনে করা হয় ৷ ভাগ্য ভালো হয় আর কখনই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়না কখনই। 

>>> নারীদের দুই ভ্রুর ঠিক মাঝখানে তিল থাকলে শুভ হয়ে থাকে ৷ তার প্রভাব স্বামীর ভাগ্যতেও পরে ৷ স্বামীর জন্য এই মেয়ের অত্যন্ত সৌভাগ্যবতী হন ৷ জীবনে কোনো ভাবেই টাকা পয়সার অভাব হয়না ৷ 

>>> নারীদের উরুতে তিল অর্থাৎ এই ধরনের মেয়েরা অত্যন্ত হাসিখুশি থাকেন ৷ 

>>> কানে তিল অর্থাৎ সেই মেয়ের কপালে সম্পত্তির যোগ আছে, সব মিলিয়ে অত্যন্ত সুখী হন এই সব নারীরা।

>>> নারীদের অনামিকাতে তিল অর্থাৎ কপাল ভালো, সুখ প্রচুর পরিমাণে পান, টাকা পয়সা প্রচুর পরিমাণে রোজগার করতে পারেন ৷ জীবনের সব সুখ ধরা দেয় এঁদের কাছে ৷ 

>>> যে নারীর কাঁধে তিল সমাজে তার মান সম্মান প্রচুর পরিমাণে থাকে ৷ 

>>> যে নারীর পেটে তিল থাকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ সব রকমের সুখ শান্তি পরিবেষ্টিত থাকে ৷

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ওআ/

লাইফস্টাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন