বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

হোয়াটসঅ্যাপে যোগ হলো তাক লাগানো নতুন ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৮ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপের আরও এক নতুন ফিচারের ওপর থেকে পর্দা ওঠালেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। গতকালই এই সংক্রান্ত ঘোষণা করেন জুকারবার্গ। এর ফলে এবার থেকে ব্যবহারকারীরা মেসেজিং অ্যাপের মধ্যে সরাসরি ৬০ সেকেন্ডের ভিডিয়ো বার্তা পাঠাতে পারবেন।

ইউজারদের সুবিধার জন্য এর আগে একাধিক ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। আগে শুধু একটি মেসেজিং প্ল্যাটফর্ম ছিল এই অ্যাপটি। এখন এই অ্যাপের মাধ্যমে ফাইল পাঠানো সহজ হয়েছে। পাশাপাশি ভিডিয়ো কল, অডিয়ো কলের মতো ফিচার আরও কাছাকাছি নিয়ে এসেছে বার্তা প্রেরক ও প্রাপককে। এই আবহে আরও একটি নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ।

এর আগের হোয়াটসঅ্যাপে ভিডিয়ো ফাইল অ্যাটাচ করে পাঠানো যেত। তা ব্যক্তিগত কোনও মেসেজ হলেও প্রথমে তা রেকর্ড করে তারপর তা ভিডিয়ো ফাইল আকারে পাঠাতে হত। তবে এবার অ্যাপের মাধ্যমেই তাৎক্ষণিকভাবে রেকর্ড করা যাবে  ভিডিয়ো এবং তা সঙ্গে সঙ্গে শেয়ার করা যাবে। কতকটা ভয়েস মেসেজের মতোই।

কীভাবে পাঠানো যাবে এই ভিডিয়ো বার্তা? হোয়াটসঅ্যাপে যান। এরপর কোনও চ্যাট বা গ্রুপে যান। সেখানে ডানদিকে নীচে একটি মাইকের অপশন রয়েছে। এটাতে ক্লিক করেই ভয়েস মেসেজ পাঠানো হয়। সেই বোতামে ক্লিক করলেই ভিডিয়ো মোডে সুইচ করার বিকল্প সামনে আসবে। তা বেছে নেবেন। বোতামে টিপে ধরে নিজের বার্তা রেকর্ড করবেন। বা স্লাইড করে লক করা যায়। বার্তা রেকর্ড হলে তা সেন্ড করে দেবেন।

আরো পড়ুন: কেন চীনের মতো একটি অ্যাপ বানাতে চান ইলন মাস্ক

এদিকে ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারের বিকল্পও আনছে হোয়াটসঅ্যাপ। এছাড়াও এখন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহারের সুযোগও পান ইউজাররা। এদিকে ইউজাররা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ফোন নম্বর লুকিয়ে রেখে শুধু নিজের নাম রাখতে পারবেন ডিসপ্লে-তে।

এছাড়া সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে মেসেজ এডিট এবং চ্যাট লক ফিচার। এর ফলে ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে তা এডিট করে ঠিক করার সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা। মেসেজ পাঠানোর পর তা এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ইউজাররা। এছাড়া কোনও গোপন চ্যাট লক করার ফিচারও এসেছে। এতে যেকেউ আপনার মেসেজ দেখতে পারবে না।

এম এইচ ডি/ আইকেজে 

ফিচার হোয়াটসঅ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন