বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

৬ উইকেট হাতে রেখে তিনশ ছুঁইছুঁই লিড অস্ট্রেলিয়ার, কোণঠাসা ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চালকের আসনে এখন অস্ট্রেলিয়া- ছবি: সংগৃহীত

তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে লিড ২৯৬ রানের। হাতে ৬ উইকেট। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চালকের আসনে এখন অস্ট্রেলিয়া। ভারত রীতিমত কোণঠাসা অবস্থায়।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিন ৭ আর মার্নাস লাবুশেন ৪১ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য শুরুতে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ২৪ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১) আর উসমান খাজা (১৩)।

স্টিভেন স্মিথ দেখেশুনে খেলছিলেন। তবে ৩৪ রান করে জাদেজার শিকার হয়ে ফিরতে হয় তাকে। শেষ বিকেলে দারুণ ফিরতি ক্যাচে ট্রাভিস হেডের (১৪) উইকেটও তুলে নেন জাদেজা। তবে অস্ট্রেলিয়ার লিড বেশ বড় হয়ে গেছে এরইমধ্যে।

এর আগে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। রাহানে ২৯ আর শ্রীকর ভরত ৫ রানে অপরাজিত ছিলেন। ভরত দিনের শুরুতেই আউট হয়ে যান সেই ৫ রানেই।

তবে প্রত্যাবর্তনে লড়াকু এক ইনিংস উপহার দেন প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরা আজিঙ্কা রাহানে। তাকে লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুর ভালো সঙ্গ দেন। এ জুটিতে ভর করেই ফলোঅন এড়ায় ভারত। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে অলআউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসে ১৭৩ রানে পিছিয়ে থাকে ভারত।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১০ জুন ২০২৩)

তারা অবশ্য ১৫২ রানেই ৬ উইকেট হারিয়েছিল। সেখান থেকে রাহানে আর শার্দুল গড়েন ১০৯ রানের জুটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন রাহানে। কিন্তু ৮৯ রানে কামিন্সের শিকার হন তিনি। ১২৯ বলের ইনিংসে ১১টি চার আর একটি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।

রাহানে আউট হওয়ার পরই আসলে ভারতের লড়াই করার শেষ আশাটা শেষ হয়ে যায়। শার্দুল ফেরেন ফিফটি (৫১) করে। ৬৯.৪ ওভারে ২৯৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

অসি অধিনায়ক প্যাট কামিন্স তিনটি, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড আর ক্যামেরুন গ্রিন নেন দুটি করে উইকেট।

এম/



টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন