বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

‘ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় একসাথে লড়তে চাই’

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী। ফাইল ছবি

ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় অ্যাডভোকেট খুরশীদ আলম খানের সাথে একসাথে আইনি লড়াই চালাতে চেয়েছেন মামলাটিতে নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী। 

সোমবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, “আমি আমরাতে বিশ্বাসী, আমিত্বে নই। কারণ দু’জন একসঙ্গে মামলাটি পরিচালনা করলে শক্তি বাড়বে, কমবে না। ড. ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও আমি একসঙ্গে আইনি লড়াই করতে চাই।”

এদিকে এ ব্যাপারে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অ্যাডভোকেট খুরশীদ আলম। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, “ড. মুহাম্মদ ইউনূসের মামলায় কলকারখানা অধিদপ্তর দুইজন রাখলে তিনি এ মামলায় শুনানিতে অংশ নেবেন না।”

তিনি আরো বলেন, “শুরু থেকে এই মামলাটি আমি করে আসছি। শুধু শ্রম আদালত নয়, আপিল ও হাইকোর্ট বিভাগে আমি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে মামলাটি করে এ পর্যাযে নিয়ে এসেছি। এখন আমি মামলাটি একাই করতে চাই। তবে ক্লায়েন্টকে বলেছি, আমাকে না হয় উনাকে যে কোনো একজনকে রাখবেন। দু’জনকে রাখলে আমি থাকব না।”

উল্লেখ্য, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলাটি বর্তমানে শ্রম আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এম.এস.এইচ/  আই.কে.জে

ড. মুহাম্মদ ইউনূস খুরশীদ আলম খান শ্রম আইন লঙ্ঘন সৈয়দ হায়দার আলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন