সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির সরকার ভারতের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে *** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে

স্ট্যান্ডার্ড ম্যাপের চিত্র

অরুণাচলকে নিজেদের বলে দাবি করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

চীনের স্ট্যান্ডার্ড ম্যাপের সবশেষ সংস্করণ : ছবি সংগৃহীত

‘স্ট্যান্ডার্ড ম্যাপের’ সর্বশেষ সংস্করণ প্রকাশ করেছে চীন। এতে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে দেশটির অংশ বলে দেখানো হয়েছে। এছাড়া তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও নিজেদের সীমানার ভেতরে দেখিয়েছে বেইজিং।

সোমবার (২৮ আগস্ট) চীন আনুষ্ঠানিকভাবে তাদের স্ট্যান্ডার্ড ম্যাপ বা আদর্শ মানচিত্র প্রকাশ করেছে। খবর ইন্ডিয়া টুডে’র।

যদিও ভারত বরাবরই বলে আসছে, অরুণাচল প্রদেশ সবসময়ই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছে, সোমবার আনুষ্ঠানিকভাবে চীনের স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় পরিচালিত স্ট্যান্ডার্ড ম্যাপ পরিষেবার ওয়েবসাইটে এটি প্রচার করা হয়।

পোস্টে আরও বলা হয়েছে, এই মানচিত্রটি চীনসহ বিশ্বের অন্যান্য দেশের সীমানার ওপর ভিত্তি করে আঁকা হয়েছে।

গ্লোবাল টাইমসে প্রকাশিত মানচিত্রটিতে দেখা গেছে, অরুণাচল প্রদেশ (চীনারা যাকে দক্ষিণ তিব্বত বলে দাবি করেন) এবং ১৯৬২ সালের যুদ্ধে দখলকৃত আকসাই চীন তাদের সীমানার ভেতরে।

এই দুটি স্থানের পাশাপাশি মানচিত্রটি তাইওয়ান দ্বীপ এবং দক্ষিণ চীন সাগরের একটি বৃহৎ অংশকে চীনের অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চীন বরাবরই তাইওয়ানকে তার মূল ভূখণ্ডের অংশ বলে দাবি করে। অন্যদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান দক্ষিণ চীন সাগরকে তাদের অংশ বলে দাবি করে।

এসকে/ 


চীন ভারত অরুণাচল প্রদেশ তাইওয়ান আকসাই চীন দক্ষিণ চীন সাগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250