সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনৈতিক জটিলতার মাঝেও পাকিস্তানে জনসংখ্যা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সপ্তম জাতীয় ও প্রথম ডিজিটাল জনশুমারি ২০২৩ এর প্রাথমিক ফলাফল অনুযায়ী, পাকিস্তানের মোট জনসংখ্যা ২৪৯, ৫৬৬, ৭৪৩ (২৪৯৫.৬৬ লাখ)। 

দেশের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব, যার জনসংখ্যা ১২৭,৪৭৪,০০০ (১২৭৪ লাখ) অতিক্রম করেছে। সিন্ধুর জনসংখ্যা ৫৭,৯৩১,০০০ (৫৭৯.৩ লাখ) এরও বেশি।

খাইবার পাখতুনখোয়ার জনসংখ্যা ৩৯,৮২৩,১৩৮ (৩৯৮.২৩ লাখ অতিক্রম করেছে এবং বেলুচিস্তানের জনসংখ্যা ২১,৯৭৭,০০০ (২১৯ লাখ) এরও বেশি। তাছাড়া দেশের ফেডারেল রাজধানী ইসলামাবাদের জনসংখ্যা ২,৩৫৯,৪২২ (২৩.৫ লাখ) এ এসে পৌঁছেছে।

আদমশুমারি কমিশনারের মতে, গত আদমশুমারির পর থেকে পাকিস্তানের জনসংখ্যা বেড়েছে ৪৯০ লাখ। এ ডিজিটাল আদমশুমারি পরিচালনা করতে খরচ হয়েছে ৩৪০ কোটি টাকারও বেশি।

আদমশুমারির সময়সীমা বর্ধিত করে অতিরিক্ত ১০৭ লাখ লোক গণনা করা হয়েছে। এ জনসংখ্যার তথ্য আগামী নির্বাচনে ব্যবহার করা হবে। 

তবে এ আদমশুমারির বিষয়ে বেশ কিছু অভিযোগও উঠে। রাজনৈতিক দলগুলোর অভিযোগসহ অন্যান্য অভিযোগগুলোও সমাধান করা হয়েছে বলে জানান, প্রধান আদমশুমারি কমিশনার।

আরো পড়ুন: শরীফ শাসনামলে পাকিস্তানের অর্থনীতির বিস্তর পতন

প্রধামন্ত্রীর নির্দেশ মতে, আগামী ৩০ মে পর্যন্ত যাচাইকরণ প্রক্রিয়া ডিসি/এসিদের দ্বারা সম্পন্ন হবে। এ ব্যাপারে কর্মরত সকল অফিসারদের শংসাপত্র প্রদান করা হবে এবং অর্থ প্রদান করা হবে।

পাকিস্তানের উৎপাদন খাতের সূচক নেতিবাচকভাবে ৮.১১ শতাংশে নেমে এসেছে। একই সময়ে, পাকিস্তান সরকারের বর্তমান ব্যয় ক্রমবর্ধমান।

এম এইচ ডি/ আই. কে. জে/

অর্থনৈতিক জটিলতা পাকিস্তান জনসংখ্যা বৃদ্ধি আদমশুমারি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন