ছবি-সংগৃহীত
বিজয় সেতুপতি দক্ষিণের জনপ্রিয় অভিনেতা হলেও শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমাতে অভিনয় করে নিজের জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছেন বলিউডেও। এরইমধ্যে উঠে এসেছে রোমান্সে আপত্তি জানিয়ে সিনেমা না করার পুরানো এক খবর। তবে আপত্তি রোমান্সে নয়, আপত্তি যার সঙ্গে রোমান্স করবেন তার বয়স। খবর বলিউড লাইফের।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘লাবাম’ সিনেমার প্রস্তাব পান বিজয়। আগে থেকেই ঠিক করা ছিল এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নায়িকা কৃতি শেট্টি। আর এতেই আপত্তি জানিয়ে সিনেমায় অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দেন বিজয়।
তখন নেটিজনদের প্রশ্ন ছিল কেন কৃতির সঙ্গে অভিনয় করবেন না বিজয়? তিনি তো একজন পেশাদার অভিনেতা। তার এই আচরণে নেটিজেনরা সমালোচনাও শুরু করেছিলেন।
এতদিন এ প্রসঙ্গে চুপ থাকলেও এবার জানালেন আসল কারণ। অভিনয় করতে আপত্তি জানানোর প্রথম কারণ হিসেবে তিনি জানান অভিনেত্রীর বয়স। তখন বিজয়ের বয়স ৪৩, অন্যদিকে উঠতি এই নায়িকার বয়স ছিল মাত্র ১৮। সিনেমায় এই নায়িকার সঙ্গে রয়েছে বেশ কয়েকটি রোমান্টিক দৃশ্য। এত কম বয়সি নায়িকার সঙ্গে এই দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না তিনি। তাই তিনি না করে দিয়েছিলেন।
আরো পড়ুন: কলকাতার সিনেমায় রাইমা সেনের সাথে অপূর্ব
এর আগে ‘উপ্পেনা’ ছবিতে বিজয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কৃতি। আরেকটি কারণ হিসেবে তিনি এই প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ‘আমি আগে কৃতির বাবার ভূমিকায় অভিনয় করেছি। কৃতিকে আমি নিজের মেয়ের মতো দেখি। তাই তার সঙ্গে জুটি বাঁধলে আমার জন্য অত্যন্ত অস্বস্তিদায়ক অভিজ্ঞতা হতো। আমি মোটেও তার সঙ্গে রোমান্স করতে স্বচ্ছন্দ ছিলাম না। কৃতির কথা ভেবেই আমি “লাবাম” সিনেমাটি প্রত্যাখ্যান করেছিলাম।’
বিজয়ের মুখ থেকে এ কথা শোনার পর সবাই তার দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরে অবশ্য ‘লাবাম’ সিনেমায় অভিনয় করেছিলেন বিজয় সেতুপতি। কিন্তু কৃতি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন।
তার স্থানে অভিনয় করেছিলেন সাই ধংসিকা। এস পি জগন্নাথন পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছিলেন জগপতি বাবু, শ্রুতি হাসানসহ আরও অনেকে।
এসি/ আই. কে. জে/