রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে

অ্যানিম্যালে বৈবাহিক ধর্ষণ সিন নিয়ে ববি দেওলের জবাব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অ্যানিম্যালে খোলামেলা দৃশ্য নিয়ে যেন বিতর্কের শেষ নেই। এর মধ্যে ববি দেওলের করা বৈবাহিক ধর্ষণের সিন নিয়েও চলছে জোর চর্চা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।

অ্যানিম্যাল ছবিতে মূক ব্যক্তি আব্রারের চরিত্রে অভিনয় করেছেন ববি। এই ছবিতে তাঁকে তিনটি বিয়ে করতেও দেখা যায়। তিন নম্বর বিয়ে করেই তাঁকে তবে তৃতীয় স্ত্রীর উপর রীতিমত ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। এই বৈবাহিক ধর্ষণের সিন বর্তমানে দারুণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার সেই সিন নিয়ে কথা বললেন ববি।জানালেন সিনটি করার সময় তাঁর কোনও অস্বস্তি কাজ করেনি। সন্দীপ রেড্ডি ভাঙা অর্থাৎ পরিচালক তাঁকে ভীষণ রকমভাবে সাহায্য করেছিলেন এই সিনটি ঠিকভাবে করার জন্য।

আরো পড়ুন: রণবীরের সঙ্গে তৃপ্তি দিমরির অন্তরঙ্গ দৃশ্যে দর্শক হৃদয়ে ঝড়

বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে ববি বলেন, 'আমি যখনই আমার চরিত্রটা শুনেছিলাম তখনই আমি বুঝেছিলাম কথা না বলেও এখানে আমার অনেক কিছু করার আছে। যেহেতু আমি কোনও কথা বলিনি সেটাই যেন আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল। আমি যখন শুটিং করেছি আমার মধ্যে কোনও অস্বস্তি ছিল না।'

নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমি এমন একটা চরিত্রে অভিনয় করেছি যে স্যাভেজ, যে একজন খারাপ মানুষ, যে তার স্ত্রীর সঙ্গে এমন ভাবেই ব্যবহার করে, সে এমনই। আর আমি সেটাকেই ফুটিয়ে তুলেছি। ও আসলে কিন্তু রোম্যান্টিক, তিনটে বউ আছে বলে কথা!'

অ্যানিম্যাল ছবিটির পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন রণবীর কাপুর। তাঁর বিপরীতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

এসি/ আই.কে.জে/


অ্যানিম্যাল ববি দেওল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন