সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আইয়ুব বাচ্চুর গান-স্মৃতি নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কিংবদন্তি রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হলো আজ। ২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তিনি। আইয়ুব বাচ্চুর পঞ্চম প্রয়াণদিনের একদিন আগে দিন ১৭ অক্টোবর এশিয়াটিকের সঙ্গে একটি চুক্তি হয় এবি ফাউন্ডেশনের।

সেখানে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা উপস্থিত ছিলেন। চুক্তি প্রসঙ্গে ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘এবি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরেই আইয়ুব বাচ্চুর গিটার থেকে শুরু করে নানা স্মৃতি সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছি।

এর ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে নিয়ে স্মৃতি জাদুঘর, তার স্মরণে কনসার্ট এবং সম্মাননা প্রদানের বিষয়টি। এছাড়াও আরও কিছু প্ল্যান নিয়ে আলাপ হয়েছে এই চুক্তি অনুষ্ঠানে। আমি শুধু এটুকুই বলবো, এশিয়াটিকের মতো প্রতিষ্ঠানকে ধন্যবাদ এভাবে এগিয়ে আসার জন্য।’

ইরেশ যাকের বলেন, ‘মূলত এবি ফাউন্ডেশনের অনেকগুলো পরিকল্পনার সাথে আমরা সহযাত্রী হিসেবে কাজ করবো। আর বাচ্চু ভাই আমাদের প্রাণের মানুষ। আমরা তার গান শুনেই বড় হয়েছি। ব্যক্তিগতভাবেও নিবিড় সম্পর্ক ছিল আমাদের।

নতুন প্রজন্মের কাছে তার গান গুলো পৌঁছে দেওয়া। বা নতুন ভয়েসে আইয়ুব বাচ্চুর গানগুলো আবারও নতুনভাবে উপস্থাপনসহ অনেককিছুই পরিকল্পনায় রয়েছে। সবকিছু নিয়েই আমরা কাজ করবো। সেটারই একটি শুভ সূচনা হলো।’

আরো পড়ুন: মেজাজ হারালেও ভক্তদের যে ইচ্ছা পূরণ করলেন অরিজিৎ

এসি/  আই.কে.জে



আইয়ুব বাচ্চু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন