শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপের আপত্তি শরিয়া শাসনে! *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন

আজ প্রাক্তনের খোঁজ নেয়ার দিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৩

#

প্রতীকী ছবি

প্রাক্তনের সঙ্গে সাধারণত আমাদের যোগাযোগ থাকে না। এক সময় যাকে ছাড়া কিছু ভাবাই যেত না সেই প্রিয় মানুষটার সঙ্গে বিচ্ছেদের পর আর যোগাযোগ করা হয়ে ওঠে না। প্রিয় মানুষটা অপ্রিয় হয়ে গেলেও সে কেমন আছে তা জানার কৌতূহল অনেকেরই থেকে যায়। 

যদি এমন কৌতূহল আপনারও থাকে তবে দেরি না করে সেই প্রিয় মানুষটিকে টেক্সট পাঠাতে পারেন আজই। কারণ আজ 'টেক্সট ইওর এক্স ডে' বা প্রাক্তনকে টেক্সট পাঠানো দিবস।

প্রতি বছর আজকের দিনে (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রে 'ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স ডে' পালন করা হয়। 

তাই চাইলে আপনিও দিবসটি উদযাপন করতে পারেন। খোঁজ নিতে পারেন প্রিয় মানুষটির। এখনই চিন্তা করে নিন কী লিখতে চান তাকে। তারপর পাঠিয়ে দিন এক সময়ের প্রিয় সেই মানুষটিকে।

'টেক্সট ইওর এক্স ডে' দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো মানুষকে অতীত সম্পর্ক নিয়ে ভাবতে সহায়তা করা। সেই সঙ্গে তারা কেমন আছেন তা জানার কৌতূহল দূর করা।

অতীতে কি হয়েছিলো, কে কাকে অসম্মান করেছিলো তা আজ ভাবার দরকার নেই। বরং তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তাকে তা সানন্দে মনে করিয়ে দিতে পারেন। খোঁজ নিয়ে জানতে পারেন বর্তমানে তিনি কেমন আছেন।

১৯৮৪ সালে জার্মানিতে টেক্সটিং বা এসএমএসের (সংক্ষিপ্ত বার্তা) ধারণা বিকশিত হলেও কার্যকর হতে কয়েক বছর সময় লেগেছিল। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর ২২ বছর বয়সী প্রকৌশলী কম্পিউটার ব্যবহার করে মোবাইল ফোনে 'মেরি ক্রিসমাস' লিখে পাঠান রিচার্ড জার্ভিস নামে এক ব্যক্তিকে। ২০০৭ সালের পর থেকে টেক্সট মেসেজিং মোবাইল ফোনে যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠে।

তবে টেক্সট মেসেজিং যোগাযোগের একটি বহুল ব্যবহৃত পদ্ধতি হয়ে ওঠার আগেই আমাদের আশেপাশে সেরা কিছু বন্ধু থাকে যারা আমাদের উপলব্ধি করাতে সক্ষম হয় যে কারো জন্যে জীবন থেমে থাকে না। কেউ অসম্মান করলে তাকে ভুলে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তবে যতই এগিয়ে যাই না কেন এক সময় প্রিয় মানুষটির খোঁজ নিতে অনেকেরই ইচ্ছা থেকে যায়। এজন্য প্রাক্তনদের এসএমএস পাঠাতে উৎসাহিত করতে দিবসটি উদযাপন করা হয়।

ওআ/

প্রাক্তন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250