শনিবার, ২৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমালোচনামূলক কনটেন্ট সরাতে সরকার অনুরোধ করেনি: প্রেস উইং *** মধ্যরাতে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানিয়েছে বিএনপি *** জালিম একই আছে, লেবাস বদলেছে: সৈয়দ জামিল আহমেদ *** বাউলদের বিরুদ্ধে 'তৌহিদী জনতাকে' বিদেশি শক্তি মাঠে নামাচ্ছে: ফরহাদ মজহার *** হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খবর নিলেন উপদেষ্টা আসিফ নজরুল ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা *** প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা *** কারাগার থেকে মুক্তি পেলেন অধ্যাপক হাফিজুর রহমান কার্জন *** রাষ্ট্র সংস্কার কি সরকারের কাছে শুধুই ফাঁকা বুলি, প্রশ্ন টিআইবির *** আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনে 'বিদেশ থেকে খেলা চলছে', দাবি সজীব ওয়াজেদের *** প্রতিদিন শত শত ছবি দেখে মাহফুজ আনামের পর্যবেক্ষণ ও অনুভূতি

যেসব সবজি খেলে নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরল

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

কোলেস্টেরল বাড়লে রক্ষা নেই। কারণ কোলেস্টেরল বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নানা জটিল রোগ। আর এ থেকেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে কোলেস্টেরল ধরা পড়লেই ভেঙে পড়ার কিছু নেই। কারণ কোনো ওষুধ ছাড়াই আপনি স্বাভাবিক খাবারের মাধ্যমে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারবেন। 

আর সেটি কার্যকরী ভূমিকা রাখে কিছু বিশেষ সবজি। যে সবজিগুলো ফাইবার, অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইটোস্টেরল, ভিটামিন ও খনিজ— কোলেস্টেরল শরীর থেকে বের করতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায়। 

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন সবজি খেলে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে—

পালংশাক

আপনার শরীরের জন্য শাকের মধ্যে পালংশাকই সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে। কারণ পালংশাকে রয়েছে লুটেইন, ফাইবার, ভিটামিন 'এ', ভিটামিন 'সি' ও ভিটামিন 'কে', যা এলডিএল কমাতে সাহায্য করে। আর পালংশাকে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা রক্তনালিকে পরিষ্কার করে এবং প্লাক জমতে দেয় না। সালাদ, স্যুপ বা ভাজা—সবরকম ভাবেই খাওয়া যায় পালংশাক।

টমেটো

টমেটো কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কারণ টমেটোতে রয়েছে লাইকোপিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট, যা খারাপ কোলেস্টেরল কমাতে বিশেষ কার্যকর। প্রতিদিন টমেটো সালাদ বা রান্না করা অবস্থায় খেলে রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে ।

বাঁধাকপি

বাঁধাকপি একটি ক্রুসিফেরাস সবজি। এতে রয়েছে সালফার যৌগ, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট। এসব কোলেস্টেরল শোষণ রোধ করে তা শরীর থেকে বের করে দেয়। কম তেলে রান্না বা সালাদে কাঁচা খেলে আরও বেশি উপকার পাওয়া যায়।

করলা

করলা রক্তে চর্বি ও শর্করা কমাতে অত্যন্ত উপকারী। এতে থাকা ফাইবার লিভারকে ভালো রাখে। আর খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়। জুস হিসেবে এটি খাওয়া সবচেয়ে বেশি ভালো। ভাজাও খেতে পারেন, তবে অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো।

গাজর

প্রতিদিন গাজর খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকে। কারণ গাজরে থাকা সলিউবল ফাইবার ও বিটাক্যারটিন রক্তে এলডিএল কমাতে সাহায্য করে। নিয়মিত গাজর খেলে শরীরের টক্সিন বের হয় এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে। স্ন্যাক্স হিসেবে কাঁচা গাজর, স্যুপ বা জুস করেও খাওয়া যায়।

লাউ

লাউয়ে পানির পরিমাণ বেশি থাকে। এতে আপনার স্বাস্থ্য সতেজ থাকে। কারণ লাউয়ে রয়েছে ভরপুর ফাইবার, যা শরীরকে হাইড্রেট রাখে এবং লিভারের চাপ কমিয়ে দেয়। 

এসব সবজি আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

জে.এস/

লাইফস্টাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250