শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস *** ‘জুলাই যোদ্ধা’ নামে ফ্যাসিস্ট বাহিনী বিশৃঙ্খলা করেছে: সালাহউদ্দিন *** শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক *** ৯ নম্বর, সহজেই সমাধান করা যাবে: পাকিস্তান-আফগান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প *** ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা *** ত্রিপুরায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশিকে ‘চোরাকারবারি’ বলল ভারত *** জাতীয়ভাবে লালন উৎসব উদযাপন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী *** নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসার প্রধান উপদেষ্টার আহ্বানে রাজি বিএনপি

ইলিশে সয়লাব পটুয়াখালী, একদিনে বিক্রি ৩ কোটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবার ইলিশ মাছের আমদানি বেড়েছে। সমুদ্র থেকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরছে জেলেরা। উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর জেলেদের একেকটি ট্রলার ২০ থেকে ১২০ মণ ইলিশ নিয়ে তীরে ফিরেছে। এতে কলাপাড়ার আলীপুর-মহিপুরে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

বুধবার ( ১৬ আগস্ট) সন্ধ্যার পর থেকে আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে আড়ৎদার, জেলে, ট্রলারের মালিক ও শ্রমজীবীদের ব্যস্ততা দেখা গেছে। অনেকে ট্রাক, পিকআপ ও গাড়িতে দেশের বিভিন্ন স্থানে মাছ প্যাকেট করে পাঠাচ্ছে।

কলাপাড়া সিনিয়র ফিসারি অফিসার অপু সাহা জানান, বুধবার এফবি জুবায়ের ও এফবি ইসলাম নামের দুটি মাছ ধরা ট্রলার ৭০ মণ  ইলিশ মাছ পেয়েছে যা ২৫ লাখ টাকায় বিক্রি করেছে। এফবি বিলকিস-১ ট্রলারের মাঝি মো. হাসেম ৬০ মণ ইলিশ পেয়েছে যা ২০ লাখ টাকায় বিক্রি করেছে। এফবি বিলকিস-২ ট্রলারের মাঝি জব্বার হোসেন ৭০ মণ ইলিশ ২২ লাখ টাকায়, এফবি রাকিবুল হাসান ট্রলারের মাঝি আ. সত্তার ২০ মণ ইলিশ ১৭ লাখ টাকায়, এফবি মদিনা-১ ট্রলারের মাঝি কামাল হোসেন ৪০ মণ ইলিশ ১৫ লাখ টাকায়,  এফবি মরিয়ম ট্রলারের খালেক খান ৬০ মণ ইলিশ ২০ লাখ  টাকায়, এফবি রিফাত ট্রলারের মাঝি শাহাবুদ্দিন ১২০ মণ ইলিশ ৪০ লাখ টাকায়, এফবি আল্লাহর দান ট্রলারের মাঝি মুহম্মদ কবীর ১১০ মণ ইলিশ ৩৫ লাখ টাকায়, এফবি হোসেন-২ ট্রলারের মাঝি দুলাল ৫০ মণ ইলিশ ১৫ লাখ টাকায়, এফবি এলমা আক্তার-৪  ট্রলারের মাঝি আলমগীর ৩০ মণ ইলিশ ৯ লাখ টাকায়, এফবি মা আমেনা ট্রলারের মাঝি সাদ্দাম ৪০ মণ ইলিশ ১২ লাখ টাকায় বিক্রি করেছেন।

তিনি জানান, বুধবার ১১ ট্রলারের জেলেরা উল্লেখযোগ্য ৭০০ মণ ইলিশ পেয়েছেন। যার মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।

কলাপাড়া মৎস্য অফিস জানায়, এফবি মা-বাবার দোয়া, এফবি আল্লাহর দান, এফবি নিপা-৬,  এফবি কাজল নামক ট্রলারে ১১০ মণ ইলিশ ৫০ লাখ টাকায় বিক্রি করেছেন।

মহিপুর মৎস্য আড়ৎ সমিতির নেতা ও ইউপি চেয়ারম্যান ফজলু গাজী জানান, সাগরের অনেক গভীরে যাওয়া লাল জাল নিয়ে মাছ ধরার ট্রলারগুলো বেশি ইলিশ পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে পেছনের লোকসান কাটিয়ে ভালো ব্যবসা করা যাবে।

এদিকে দীর্ঘদিন পরে জেলেদের জালে মাছ ধরা পড়ার আড়ৎদার, মহাজন থেকে সকল পেশার মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250