ছবি: সংগৃহীত
হিরো আলমের সঙ্গে সংসার জীবনে ভালো ছিলাম না, এর পেছনে মূল কারণ হলো পরকীয়া। সে গভীর সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। এই থেকে আমাদের সংসার জীবনে ঝামেলা শুরু হয়। ফলে এখন হিরো আলম যখন ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে—এটা ভালোই হয়েছে।
এমনটাই বলছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের স্ত্রী রিয়া মনি। আজ শনিবার (১৮ই অক্টোবর) দুপুরে হিরো আলম দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে রিয়া মনিকে তালাক দিয়েছেন।
এরপর নিজের প্রতিক্রিয়া জানিয়ে রিয়া মনি বলেন, সে আগে থেকেই পাগলামি করত। এখন সে দুধ দিয়ে গোসল করেছে, আমাকে তালাক দিয়েছে, সমস্যা নেই। মৌখিকভাবে তালাক দিয়েছে। এখন আমাকে কাগজ পাঠিয়ে দিলেই ভালো হয়। আর সেও ভালো থাকুক।
হিরো আলম অভিযোগ করেছেন রিয়া মনি ম্যাক্স অভির জামিন করানোর জন্য টাকা দিয়েছেন। অভি জেল থেকে মুক্তির পর তার সঙ্গে ঢাকা রিজেন্সিতে দেখা করেছে। তবে রিয়া মনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, এসব একদম মিথ্যা, হিরো আলমকে এসব ভুল বোঝানো হচ্ছে। এসব সত্য হলে প্রমাণ করুক। আলমের এমন সিদ্ধান্তের পর রিয়া মনি এখন নিজের মতোই থাকবেন, একটু স্বাভাবিক হলে কাজে মন দেবেন বলে জানালেন।
খবরটি শেয়ার করুন