সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উপমহাদেশে যত সাম্প্রদায়িক দাঙ্গা সব রাজনৈতিক কারণে: মনোরঞ্জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, এ উপমহাদেশে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সব হয়েছে রাজনৈতিক কারণে। ধর্মীয় ব্যক্তিরা দাঙ্গাবাজ হয় না। ধর্ম ব্যবসায়ীরা দাঙ্গা সৃষ্টি করেন। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। ধর্মীয় কারণে কোনো সংঘাত সৃষ্টি হয়নি।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গোধূলী বৃদ্ধাশ্রমে ৩০ শতাংশ জমির ওপর ২৮ লাখ টাকা ব্যয়ে একই ছাদের নিচে মসজিদ-মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মনোরঞ্জন শীল। পরে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

মনোরঞ্জন শীল বলেন, এদেশের মানুষ ধর্মীয়ভাবে একে অপরের পরিপূরক। ধর্ম ব্যবসায়ী লোকদের কারণে বারবার ধর্ম কলুষিত হয়। আমরা এখানে কোনো ভেদাভেদ সৃষ্টি করিনি। এ বৃদ্ধাশ্রমে মুসলিম-হিন্দু বৌদ্ধসহ সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। তারা যেন তাদের নিজ নিজ ধর্ম নিজেদের মতো করে পালন করতে পারেন, সে কারণেই একই ছাদের নিচে মসজিদ-মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সামনাসামনি, পাশাপাশি মসজিদ-মন্দির থাকলেও বাংলাদেশে কোথাও একই ছাদের নিচে মসজিদ-মন্দির রয়েছে কি না আমার জানা নেই। তবে আমরা শুরু করলাম। এটিই হবে মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বড় উদাহরণ।

আরো পড়ুন: কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মার সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডিসি রায়, হিন্দু কল্যাণ ট্রাস্ট দিনাজপুর অফিসের সহকারী পরিচালক মশিউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, ওসি আব্দুর রাজ্জাক ও জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান বাবু।

এসময় সুধী সমাবেশে আগতদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পরিচালনা করেন ডা. ডিসি রায়। 

এসকে/ 

দিনাজপুর সংসদ সদস্য সাম্প্রদায়িক দাঙ্গা মনোরঞ্জন শীল গোপাল উপমহাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন