মঙ্গলবার, ৯ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবার কলকাতায় কোক স্টুডিও বাংলার কনসার্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

বড় আয়োজনে গত শুক্রবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম। প্রায় শত শিল্পীর পরিবেশনায় এ কনসার্টে সুরের মোহনায় বুঁদ হয়েছেন দর্শক-শ্রোতারা।

এবার ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় মৌসুমের টিম কনসার্ট করতে যাচ্ছে ভারত। দুই দিনব্যাপী কলকাতার অ্যাকুয়াটিকা মাঠে অনুষ্ঠিত হবে কোকা-কোলার ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভাল।

জানা গেছে, আগামী ১৭-১৮ নভেম্বর কলকাতার অ্যাকোয়াটিকা মাঠে অনুষ্ঠিত হবে এই ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। সংগীতের এই আসরেই পারফর্ম করবে কোক স্টুডিও বাংলা। ইতোমধ্যেই শুরু হয়েছে কনসার্টটির জোর প্রচার-প্রস্তুতি।

জানা গেছে, শুধু অর্ণব ও তার বন্ধুরাই নয়, এই কনসার্টে গাইবেন ভারতের জনপ্রিয় গায়ক অমিত ত্রিবেদীও। থাকছে ফসিলস্, লক্ষ্মীছাড়া, দ্য ইয়েলো ডায়েরি, ইউফোরিয়াসহ বেশ কিছু ব্যান্ড।

আরো পড়ুন: কলেজে ভর্তি হতে পারছিলেন না অমিতাভ!

কনসার্টের প্রস্তুতির ব্যাপারে অর্ণব বলেন, ইতোমধ্যে প্র্যাকটিস শুরু করা হয়েছে। বেশভালোই চলছে সব কিছু। 

প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। এ সময় কোক স্টুডিও বাংলাসহ ২৪ জন শিল্পী পারফর্ম করেছিলেন এই কনসার্টে। যার মধ্যে ছিলেন শ্রেয়া ঘোষাল, অনুপম রায়সহ আরও অনেকে।

এসি/ আই. কে. জে/ 


কলকাতায় কোক স্টুডিও কনসার্ট

খবরটি শেয়ার করুন