সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার চলন্ত ট্রেনে বিয়ে করলেন যুগল!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এবার ট্রেনে বিয়ে করে তাক লাগালেন ভারতের এক যুগল। দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনে ব্যস্ত সবাই। যাত্রীতে ঠাসা। তার মাঝেই হলো এই বিয়ের অনুষ্ঠান। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রথাগত সামাজিক আচার-অনুষ্ঠানের বাইরে চলন্ত ট্রেনে একটি জুটি বিয়ে করছেন। 

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডগামী যাত্রীবাহী ট্রেনে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের আসানসোল থেকে জসিডি যাওয়ার ট্রেনটিতে ভিড় ছিল বেশ। এর মধ্যেই কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন বর। সিঁদুরদানের পাশাপাশি মালাবদলও করেন দুজনে। কনেকে পরানো হয় মঙ্গলসূত্রও।

এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, যুগলকে ঘিরে ট্রেনযাত্রীদের ভিড় জমে ওঠে। উচ্ছ্বাস প্রকাশ করে সবাই শুভ কামনা জানান নবদম্পতিকে।   

এদিকে ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ইন্ডিয়ান রেলের নানা ব্যবহার’। অপর একজন বলেছেন, ‘শুভ কামনা’। আরেক ব্যক্তি লিখেছেন, ‘বাজেট ঘাটতি ছিল, তাই বোধহয় ট্রেনে বিয়ে করেছে।’ এই ঘটনার প্রেক্ষিতে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েও চর্চা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘বিয়ে যত আনন্দের, ডিভোর্স ততই কষ্টের।’ অপর একজন লিখেছেন, ‘ডিভোর্স এখন সহজ হয়েছে।’ 

আরো পড়ুন: ভিউয়ের জন্য বিমান বিধ্বস্ত, ইউটিউবারের ছয় মাসের কারাদণ্ড

ভিন্ন রকম ভেন্যুতে বিয়ে এই প্রথম নয়। সম্প্রতি মাঝ আকাশে চলন্ত উড়োজাহাজে বিয়ে সারেন এক যুগল। মহা ধুমধামে মাঝ আকাশে চাঁদের হাট বসিয়ে বিয়ে হয় তাঁদের। দুবাই থেকে ওমানের উদ্দেশে উড়াল দেওয়া উড়োজাহাজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।

এসি/ আই. কে. জে/ 

চলন্ত ট্রেনে বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন