ফাইল ছবি
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের একটি হোটেলে নারী ও যুবদের কর্মসংস্হান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়। কানাডা ও নেদারল্যান্ডের সরকার কর্তৃক অর্থায়িত এই প্রকল্পটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার জেলার নারী ও যুবগোষ্ঠীর সার্বিক উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বাস্তবায়নাধীন থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার জেলার ১৮-৩৫ বছর বয়সী ২৪ হাজার কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যা এই জেলার আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।
আর.এইচ/ আই.কে.জে