অষ্টাদশীর পোড়া
-শুভাশীষ কুমার চ্যাটার্জী
রামমোহন বাঁচালো যখন অষ্টাদশীর পোড়া
আমাদের যুগে যুক্তি খুঁজি মেয়ে ঠকানোর খোঁড়া।
সহমরণে কত মেয়ে গেছে আমরা কি তা বুঝি?
নিজের বউ কে পাশে নিয়ে শুধু দখলের পথ খুঁজি।
তাকিয়ে দেখ কিশোরীর চোখে তারা কি কথা কয়
আগামী দিনের স্বপ্ন সারথী স্বপ্নের ধারা বয়।
ফুলের মত মেয়েগুলো যদি সবাই চিতায় গেলে
সব জমি খাওয়া চিন্তা তোমার ধরনী দিত যে ফেলে।
অনেক গালি দিয়েছ তোমরা কানাবগাদের মুখে
বিদ্যাসাগর করুণায় শুধু হাসেন মনের সুখে।
রামমোহনও খেয়েছেন গালি ভুতুম পেঁচার জিভে
যার যার গালি আপনার মত প্রকৃতি শুষে নিবে।
হিংসা নিন্দা কালোকথা সব তোমার নিজের রবে
মানুষের তরে যদি কিছু কর মানুষ তখন হবে।
একটি কথা মনে রেখো ভাই শুনিও একটু খানি
আমার যেসব দিতে হবে আমি সে তো জানি
আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী।
আরো পড়ুন: কবিতা: বরষার সুর -খোকন কুমার রায়
খবরটি শেয়ার করুন