মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম

কোকাকোলার বিকল্প ‘ডবরি কোলা’, বিক্রিতে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

চলতি বছর প্রথম আট মাসে ডবরি কোলা বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেছে কোকাকোলাকে। ছবি: সংগৃহীত

পশ্চিমা পণ্যের ওপর নির্ভরশীলতা কমাতে নিজেদের বাজারে কোকাকোলার বিপরীতে ডবরি কোলা আনে রাশিয়া। চলতি বছর প্রথম আট মাসে ডবরি কোলা বিক্রির রেকর্ড ছাড়িয়ে গেছে কোকাকোলাকে।

রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আগে যে কারখানায় কোকাকোলা উৎপাদন করা হতো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কোকাকোলা নিজেদের ব্যবসা গুটিয়ে নিলে সেই কারখানায় উৎপাদন শুরু করে ডবরি কোলা। কোকাকোলার মতো লাল ক্যানের এই রুশ কোমল পানীয় দেশটির মানুষের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে। 

ডবরি কোলা বিক্রি এতটাই বেড়েছে, পণ্যটি এখন রাশিয়ায় শীর্ষ ৫০টি পণ্যের তালিকায় আছে। এদিকে নিজেদের কারখানা বন্ধ করে দেয়ার পর রাশিয়ার বাজার থেকে কোকাকোলার অস্তিত্ব এক রকমের বিলীন হতে বসেছে।

আরো পড়ুন: গাজায় মানবিক করিডর ও যুদ্ধবিরতি সম্মত ইইউ

একসময় ডবরি ড্রিংকস শুধু জুস উৎপাদন করলেও ২০২২ সালের মার্চে কোকাকোলা রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেয়ার পর কার্বনেট বেভারেজ উৎপাদনে নামে কোম্পানিটি। এর আগে কোক, ফান্টা, স্প্রাইটের মতো বেভারেজ সংক্রান্ত ১০টি আমেরিকান কারখানা রাশিয়ায় থাকলেও, সেসব এখন সুদূর অতীত।

রাশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমারা রাশিয়ার বাজার ছাড়ার সঙ্গে সঙ্গে দেশটিতে ২০২২ সালে প্রায় সাড়ে সাত হাজার দেশীয় নতুন কোম্পানি ব্যবসা শুরু করেছে। ২০২৩ সালের প্রথম আট মাসে এ সংখ্যা সাড়ে ৬ হাজার। মূলত পশ্চিমাদের ব্যবসার বিকল্প হিসেবে স্থানীয় এসব কোম্পানি রাশিয়ার বাজার দখল করছে।

এসকে/ 

রাশিয়া রাশিয়া-ইউক্রেন কোকাকোলা ডবরি কোলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন