থর মরুভূমির দৃশ্য
আর দেরি নেই সেই দিনটার। সবুজ হয়ে উঠবে থর মরভূমি। শুনতে আপাতভাবে ভালো লাগলেও বিজ্ঞানীদের কপালে এখন চিন্তার ভাঁজ।
মরুভূমি গাছগাছালিতে ভরে উঠেছে। তাতে রোজ ফুল, ফল ফলছে। এমন দৃশ্য কখনও কল্পনা করেছেন? কিন্তু এমনটাই হতে চলেছে ভারতের থর মরুভূমিতে। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গিয়েছে।
বৃহত্তম মরুভূমির তালিকায় থর মরুভূমি রয়েছে ২০ নম্বর স্থানে। উষ্ণ ক্রান্তীয় মরুভূমি হিসেবে থরের স্থান নবমে। সেই থর মরভূমিতেই নাকি জন্মাবে গাছগাছালি।
ভারতের রাজস্থান ও পাকিস্তানের পঞ্জাব ও সিন্ধ প্রদেশ জুড়ে রয়েছে থর মরুভূমি। এই তিন জায়গায় মোট ২ লাখ বর্গকিমি অঞ্চল জুড়ে রয়েছে এই মরুভূমি। তবে এখানে গাছগাছালি জন্মাতে পারে এই শতাব্দীর শেষের দিকে।
সূত্রঃ হিন্দুস্তান টাইমস
এসকে/
খবরটি শেয়ার করুন