শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

গুম-খুন শুরু করেছিল বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গুম-খুন শুরু করেছিল বিএনপি, আমরা এগুলো বন্ধ করে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন খুন-গুম আমরা সচরাচর দেখছি না। 

রোববার (১০ই ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৪ সালে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্ধৃতি দিয়েছিলেন, সেখানে দেখা গেছে ৪৭০ জনের মতো গুম হয়েছিল এক বছরে। এই গুম-খুন তখন প্রতিনিয়ত হতো। দেশে এই গুম-খুন এখন সচরাচর দেখছি না। এগুলো ব্যাপকহারে দেখেছিলাম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত (বিএনপি ক্ষমতায় থাকাকালে)।

এসময় বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, এগুলো বলে বিভ্রান্তি ছড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। 

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করেছিল বিএনপি। সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তার সাথে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল।

বিএনপির সমাবেশের সহিংসতার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যা খুশি করতে চেয়েছে তাদের বাধা দেয়া হয়নি। ২৮ অক্টোবর পর্যন্ত দেখেছি। সেই দিন তাদের মারমুখী আচরণ দেখেছি। যারা এমন সহিংসতা চালিয়েছে তারাই যদি বলে এই দেশে রাজনীতি করতে দেয়া হয় না। তাহলে প্রশ্ন ওঠে তারা কোন সময়ের কথা বলছে?

তিনি আরও বলেন, অন্যায়ভাবে ওয়ারেন্ট ছাড়া কাউকে আটক করা হচ্ছে না। ড্রোনের মাধ্যমে ভিডিও ফুটেজ দেখেই মিলিয়ে আটক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুষ্টু ছেলে ইসরাইল: কাদেরমধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুষ্টু ছেলে ইসরাইল: কাদের

এদিকে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের একাধিক নেতা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, এক সপ্তাহের মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।  

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিরাপত্তা বাহিনীর দেখার বিষয়। সবাই যেন নির্বাচনের বিধিনিষেধ মেনে চলেন সেটাই বলবো।

এই মুহূর্তে আমাদের নির্দেশনা নাই। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা করণীয় নির্বাচন কমিশন তাই করবে বলেও মন্তব্য করেন তিনি। 

ওআ/

বিএনপি গুম খুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন