ছবি: সংগৃহীত
দক্ষিণ-পশ্চিম চীনে একটি মসজিদের গম্বুজ ও মিনারগুলো অপসারণের চেষ্টা চালানো হলে মসজিদটিকে রক্ষা করতে হাজার হাজার মুসলমান মসজিদটি ঘেরাও করেছেন। জানা যায়, চীনের ইউনান প্রদেশের নাজিয়াইং গ্রামে হুই জনগোষ্ঠীর মসজিদটি শি জিনপিংয়ের নির্দেশে ধ্বংসের চেষ্টা করা হয়।
শি জিনপিং ধর্মীয় দিক থেকেও তার বিশেষ নীতি প্রয়োগ করতে চাইছেন। এ নীতি অনুযায়ী ধর্মীয় বিশ্বাসকে পাশ্চাত্য প্রভাব থেকে মুক্ত করতে চাইছেন তিনি এবং একইসাথে মানুষদের চীনা সংস্কৃতি ও কমিউনিস্ট পার্টির কর্তৃত্ববাদী শাসনের কাছাকাছি আনতে চাইছেন।
সাম্প্রতিক সময়ে এ নীতির আলোকে প্রায় এক হাজারেরও বেশি মসজিদের ইসলামিক স্থাপত্য অপসারিত করা হয়েছে, গম্বুজ ধ্বংস করা হয়েছে এবং মিনার ভেঙ্গে ফেলা হয়েছে।
বর্তমানে দক্ষিণ-পশ্চিম চীনেও এ কার্যক্রম চালাতে গেলে স্থানীয় লোকেরা এর তীব্র বিরোধিতা করে।
এ নিয়ে বিভিন্ন ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকেরা পুলিশদের সাথে বিক্ষোভে জড়িয়েছে। এমনকি পুলিশদের উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করে তারা।
আরো পড়ুন: চীনে মসজিদ ভাঙা নিয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
মসজিদে পৌছানোর পর স্থানীয়রা দেখতে পায় সেখানে মসজিদটি ধ্বংস করার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। তখন তারা বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থল থেকে প্রায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
খবরটি শেয়ার করুন